কবিতা


কবি: মোঃ আজিজুর রহমান রাজু
আসো রে সব পাগলে,
গাছ লাগায়ে দেশ টাকে ভরে দিব জঙ্গলে।একটি বীজে একটি চারা অংকুরুদ্ম হয়,
সেই চারাটি বড় হয়ে কতই না ফলও ফুল দেয়।
চারা গাছ টি আস্তে আস্তে বড় হতে থাকে,
পাক পাখালী এসে বসে গাছের শাখে শাখে।
সারারাতে ঘুমিয়ে তুমি থাক নিরালায়,
নির্মল বাতাসে গাছ অক্সিজেন বিলায়।
সেই গাছটির সকাল বিকাল যত্ন নিতে হয়।
গাছ আমাদের জীবনের পাঠ জানিবে নিশ্চয়ই।
এই কথা টি আমরা যেন ভুলে না যাই।
সময় হয়েছে গাছ লাগানোর এসো না সবাই ,
প্রতি জনে একটি করে চারা গাছ লাগাই।
ফলে ফুলে বাস যোগ্য দেশ টা কে সাজাই।অপ্রয়োজনে কাটিস না গাছ,
করিস না আর সর্বনাশ।
একটি গাছ লাগাও তুমি ,
উর্বর হবে এই জন্মভূমি।
ক্লান্ত পথিক শীতল হবে সেই গাছের ছায়ায়।
গাছ আমাদের প্রকৃতির বন্ধু,
গাছ পরিবেশ বাঁচায়।
একটি করে গাছ লাগাই মোরা বাঁচার আশায়।
গাছ আমাদের জীবন মরন,
গাছ আমাদের প্রাণ।
সেই গাছটি কেটে তোরা করিস না নিধন।
প্রকৃতির নিয়মে চলে প্রকৃতির বিধান।
ভোর বেলায় মধুর সুরে,
শুনি মুয়াজ্জিনের আজান,
যে আজানে শীতল হয়ে যায় আমার প্রাণ।
সেই আজানে সকাল বেলা ঘুম ভেঙ্গে যায়, জেগে দেখি চারিদিকে পাখিরা গান গায়।
পাখির গানে সবার মনে জাগে শিহরণ।
রোদ্রের তাপে গাছের ছায়ায় ,
শীতল কর তাপিত জীবন।
গাছ আমাদের জীবনে প্রকৃত বন্ধু।
গাছ বিহীন পৃথিবীটা করিস না ধু ধু।
আসো না ভাই সবাই,
একটি করে গাছ লাগায়ে পরিবেশ বাঁচাই।