শারমিন আক্তার (জ্যৌতি)’র ২৩ তম জন্মদিন আজ


নিরব হাসান,স্টাফ রিপোর্টার (শুভেচ্ছা বিজ্ঞাপণ)::আজ (৩০আগস্ট) শারমিন আক্তার (জ্যৌতি)’র ২৩ তম জন্মদিন আজ।আমি তার জন্মদিন উপলক্ষে জানাই শুভ হোক তোমার প্রতিটি মুহূর্ত সুন্দর হোক তোমার জীবন।আমি দূর থেকে তোমার মঙ্গল কামণা করে যাবো। পৃথিবীর সবথেকে মধুর এবং অনিন্দ সুন্দর একজন মানুষের জন্মদিন আজ। শুভ জন্মদিন তোমায়। তোমার জন্যে কোনো উপহারের প্রয়োজন আছে কিনা জানিনা, তবে এতটুকু জানি, তুমিই আমার জীবনের সবচেয়ে বড় উপহার। সৃষ্টিকর্তা তোমার সমস্ত বিলাসী ইচ্ছা পূরণ করুক, আর আজীবন তোমার সৌন্দর্য স্থায়ী করুক। শুভ জন্মদিন এখন পর্যন্ত আমার জানা সবচেয়ে সুন্দরী মানুষটির। জন্মদিনে প্রিয়তমার জন্যে রইলো অগণিত ভালোবাসা।আমার একরঙা জীবনে তুমি লাখো রঙ জমিয়েছো। তুমিই আমার শূন্যতার রংধনু। তোমার জন্মদিনে আমি একটি দৃঢ় প্রতিজ্ঞা করতে চাই, আর তা হলো, ভবিষ্যতে আমরা যেখানেই থাকিনা কেনো, তোমার যেকোনো প্রয়োজনে আমি তোমার ঠিক পেছনেই থাকবো।
আর বলব সুখে থাক আজীবন। ফুল ঝড়ে পাতা ঝড়ে প্রেম জরে না প্রেমিকের দেহ মরে মন মরে না।আজীবন তোমাকে এই ভাবেই ভালোবেসে যাব।মৃত্যু ছাড়া আমি তোমাকে ভুলতে পারব না। আমি ভালোবেসে হয়তো তাজমহল বানাতে পারবো তবে আমার ভালোবাসাই তাজমহল শতভাগ খাঁটি।
শুভেচ্ছান্তে:অচেনা এক পথ হারা পথিক।