কবিতা


কবি-মোঃ আজিজুর রহমান রাজু
“নদী তুমি কোথায়? ”
আমাদের ছোট নদী ছিল এক কালে,
সবি মিলে নাওয়াইতাম সকাল বিকালে।
কোথায় গেল সেই নদী,
খুঁজে নাহি পাই।
কাগজের পাতায় দেখি কত নদী,
বাস্তবে তাহা নাই!
গরু নিয়ে রাখাল ছেলে,
যাইতো মাঠে মাঠে।
সকাল বেলা নাওয়াইতাম গরু,
সেই নদীর ঘাটে।
হারিয়ে গেল আমার সোনালী দিন গুলো। মিলেমিশে ছিলাম মোরা কতই ভালো।
রাখাল বাজাতো বাসি কদমতলায়,
একুল ওকুল মাঠে মাঠে গরু ঘাস খায়।
মাঠ বিহীন দেশ আজ নদী শূন্যতায়।
গরু বিহীন কৃষক ভাই জমি চাষ দেয়,
দুধ অভাবে শিশু আজ পুষ্টিহীনতায়।
আমাদের গ্রামটি ছিল মায়ের মমতায়,
কালের গহ্বরে যেন সব হারিয়ে যায়!
আমাদের গ্রাম ছিল ফলে ফুলে ভরা,
মায়ের মমতায় ছিল জীবন গড়া।
সেই মা হারিয়ে গেল কোন অজানায়!
এই গ্রামে ছিল নদী ,
দেখি কাগজের পাতায়!
কাগজ তুমি বলে দাও,
আমার সেই নদীটি কোথায়?
« ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতিক নিয়ে ভোটের মাঠে এগিয়ে আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম মোঃ শামছুদ্দিন (Previous News)
(Next News) ত্রিশালে দুই শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার »