সংসদ অধিবেশন শুরু মঙ্গলবার

জনতার নিঃশ্বাস:
এক সপ্তাহ বিরতির পর বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক মঙ্গলবার (২২ জুন) শুরু হবে। ওইদিন সকাল সাড়ে ১০টায় বৈঠক শুরু হবে। গত ১৫ জুন সম্পূরক বিল পাস হওয়ার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২৩ জুন পর্যন্ত সংসদের বৈঠক মুলতবি করেন।
জানা গেছে, একের পর এক মন্ত্রী-এমপি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এবার এমপিদের করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছে জাতীয় সংসদ। সংসদের চলমান অধিবেশনের কার্যদিবসগুলোয় অংশ নেবেন- এমন ১৭০ জন সদস্যকে নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব এমপি পর্যায়ক্রমে এ অধিবেশনে যোগ দেবেন।
আগামী ২৩, ২৪, ২৯, ৩০ জুন চারটি অধিবেশন হবে। শেষ দিন (৩০ জুন) নতুন অর্থ বছরের বাজেট পাস হবে।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেন, মঙ্গলবার থেকে বাজেটের মুলতবি সংসদ অধিবেশন শুরু হবে। বাজেট অধিবেশন স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে করা হয়েছে। সংসদের সময় কমানোসহ কার্যদিবস কমিয়ে ৮ দিন করা হয়েছে।
Related News

কাশিমপুর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মনির হোসেন সম্পাদক হাসান সরকার
মোঃজাহাঙ্গীর আলম: গাজীপুর মহানগর কাশিমপুর প্রেসক্লাব ১ম দ্বি- বার্ষিক নির্বাচন ২৯/০৩ /২০২১ অনুষ্ঠিত হয়।সকাল দশটায়Read More
সংসদ অধিবেশন শুরু মঙ্গলবার
জনতার নিঃশ্বাস: এক সপ্তাহ বিরতির পর বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক মঙ্গলবার (২২ জুন) শুরু হবে।Read More