কাশিমপুর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মনির হোসেন সম্পাদক হাসান সরকার


মোঃজাহাঙ্গীর আলম:
গাজীপুর মহানগর কাশিমপুর প্রেসক্লাব ১ম দ্বি- বার্ষিক নির্বাচন ২৯/০৩ /২০২১ অনুষ্ঠিত হয়।সকাল দশটায় থেকে বেলা দুইটা পর্যন্ত ভোটারা ভোট প্রধান করেন। ভোট গননা শেষ হয় চারটায়, প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আশরাফুল আলম আসকর ফলাফল ঘোষণা করেন।বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন মো.মনির হোসেন মন্ডল সভাপতি, সিনিয়র সহ সভাপতি হুমায়ুন তালুকদার, সহ সভাপতি শাহিন খান মোঃহাসান সরকার সাধারণ সম্পাদক বাংলা টিভি কাশিমপুর প্রতিনিধিঃতরিকুল জুয়েল সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হোসেনগনসংবাদ , সহ সাংগঠনিক সম্পাদক নূরে আলম জিকু, দৈনিক সবুজ নিশান গাজীপুর প্রতিনিধি,কবির হোসেন অর্থসম্পাক, অলিউল্লাহ টুটুল তথ্য ও আইন, দপ্তর সম্পাদক ফয়সাল কাজী, প্রচার ওপ্রকাশনা মাসুদ রানা, মোঃবাচ্চু মিয়া ক্রিয়া সাংস্কৃতিক, মোঃজাহাঙ্গীর আলম কার্য নির্বাহী সদস্য, সুমন পাটোয়ারি কার্য নির্বাহী সদস্য। এছাড়া নির্বাচনকে শান্তি পূর্ণ রাখতে কাশিমপুর থানা পুলিশের এস আই হাবিবুর রহমান, এস আই সাইফুর মুন্সী কঠুর হাতে দমন করেছন, এসময় উপস্থিত ছিলেন মীর আসাদূজ্জামান তুলা কাউন্সিলর ৬ নং ওয়ার্ড, রফিকুল ইসলাম কাউন্সিলর ৪ নং ওয়ার্ড,কাশিমপুর থানা যুবলীগ সভাপতি প্রার্থী মোঃ রিপন সরকার, মোঃমোশারফ হোসেন আওয়ামীলীগ নেতা, কাবুল মাষ্টার, ফারুক খান, সাগর, সহ অনেকে।
Related News

কাশিমপুর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মনির হোসেন সম্পাদক হাসান সরকার
মোঃজাহাঙ্গীর আলম: গাজীপুর মহানগর কাশিমপুর প্রেসক্লাব ১ম দ্বি- বার্ষিক নির্বাচন ২৯/০৩ /২০২১ অনুষ্ঠিত হয়।সকাল দশটায়Read More
সংসদ অধিবেশন শুরু মঙ্গলবার
জনতার নিঃশ্বাস: এক সপ্তাহ বিরতির পর বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক মঙ্গলবার (২২ জুন) শুরু হবে।Read More