বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হবেন নাসিম

জনতার নিঃশ্বাস:
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমকে তার বাবা জাতীয় চারনেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর কবরের পাশে রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।
রোববার (১৪ জুন) সকাল সাড়ে দশটায় বনানী জামে মসজিদের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে চিরশায়িত ক্যাপ্টেন মনসুর আলীর কবরের পাশে নাসিমকে সমাহিত করা হবে।
শনিবার (১৩ জুন) রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সামনে গণমাধ্যমকে এ কথা জানান আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়।
তারা জানান, করোনাভাইরাসের কারণে জনগণের স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্যসচেতনতার দিকটি বিবেচনায় রেখে তার মরদেহ সিরাজগঞ্জে নিজ জন্মভূমিতে নিয়ে যাওয়া হচ্ছে না।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে মোহাম্মদ নাসিমের মরদেহ হেলিকপ্টারে করে তার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জে নিয়ে যাওয়ার সিদ্ধাস্ত হয়েছিল। পরে করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়।
শনিবার মোহাম্মদ নাসিমের মরদেহ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের হিমঘরে রাখা হবে।
বেশ কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুবরণ করেন মোহাম্মদ নাসিম। শনিবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)।
রক্তচাপজনিত সমস্যা নিয়ে ১ জুন হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ৪ জুন কিছুটা উন্নতি হলেও ৫ জুন ভোরে স্ট্রোক করেন তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার কারণে দ্রুত অস্ত্রোপচার করে তাকে আইসিইউতে রাখা হয়। মৃত্যুর আগ পর্যন্ত চিকিৎকদের ভাষায় তিনি সংকটাপন্ন ছিলেন। তার জন্য গঠিত মেডিকেল বোর্ডে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছিলেন পরিস্থিতি। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি নাসিমের। অবশেষে শনিবার মৃত্যুবরণ করেন তিনি।
মোহাম্মদ নাসিম সরকারের খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। এছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্রও তিনি।
১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নিহত জাতীয় চার নেতার একজন শহীদ এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের ১৯৯৬-২০০১ সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। পালন করেছেন গৃহায়ণ ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে দায়িত্বও। ২০১৪ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি।
Related News

কাশিমপুর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মনির হোসেন সম্পাদক হাসান সরকার
মোঃজাহাঙ্গীর আলম: গাজীপুর মহানগর কাশিমপুর প্রেসক্লাব ১ম দ্বি- বার্ষিক নির্বাচন ২৯/০৩ /২০২১ অনুষ্ঠিত হয়।সকাল দশটায়Read More
সংসদ অধিবেশন শুরু মঙ্গলবার
জনতার নিঃশ্বাস: এক সপ্তাহ বিরতির পর বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক মঙ্গলবার (২২ জুন) শুরু হবে।Read More