ঈদের জামাত হবে মসজিদে: ধর্ম মন্ত্রণালয়

জনতার নিঃশ্বাস:
স্বাস্থবিধি মেনে শর্ত সাপেক্ষে ঈদগাহ কিংবা উন্মুক্ত জায়গার পরিবর্তে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠানের জন্য অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাত অনুষ্ঠানের কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে করোনা পরিস্থিতির অবনতির কারণে সরকারের বর্তমান বিধি বিধান মেনে উন্মুক্ত স্থানে ঈদের বড় জমায়েত পরিহার করে সীমিত রাখার নির্দেশনা দিয়েছে সরকার। করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী ১৭ থেকে ৩০ মে পর্যন্ত ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনে বিশেষ এ নির্দেশনা জারি করা হয়।
ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ইসলামী শরিয়তে ঈদগাহ বা খোলা জায়গায় পবিত্র ঈদুল ফিতরের জামাত আদায়ের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। কিন্তু বর্তমানে সারা বিশ্বসহ আমাদের দেশে করোনাভাইরাসের এই পরিস্থিতিতে মুসল্লিদের জীবন ঝুঁকি বিবেচনা করে এ বছর ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের জামাত নিকটস্থ মসজিদে আদায় করার জন্য অনুরোধ করা হলো। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হবে।
Related News

চাঁদ দেখা যেতে পারে শুক্রবার:ঈদ হতে পারে শনিবার
জনতার নিঃশ্বাস:: এবার রমজান মাস ২৯ দিনে শেষ হওয়া এবং শুক্রবার (২১ এপ্রিল) শাওয়াল মাসেরRead More

রোজা শুরু আগামীকাল
জনতার নিঃশ্বাস:বাংলাদেশের আকাশে ১৪৪২ হিজরি সনের পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। বুধবার (১৪ এপ্রিল) থেকেRead More