শিরোনাম
টিম রেডি,রাতে মানুষদের ঘুমাতে দেব না- সাবেক মেয়র জাহাঙ্গীরনিউ গভর্ণমেন্ট গার্লস হাইস্কুলের সিনিয়র প্রাক্তন সহকারী প্রধান (চলতি দায়িত্ব) শিক্ষিকা দিলরুবা আক্তারের অবসর জনিত বিদায় অনুষ্ঠিতশিবগঞ্জ হলি চাইল্ড কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিতময়মনসিংহে কাবাডি খেলায় চ্যাম্পিয়ন ত্রিশালভোরের আলো নার্সারি স্কুলে বর্ণাঢ্য সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিতবাংলাদেশ ইউনানী ডক্টর’স সোসাইটির উদ্দ্যোগে বিশ্ব ২০২৫ ইং ইজতেমায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পছাত্রদল পেটানো সেই যুবদল নেতার বিরুদ্ধে শোকজ নোটিশ: সঠিক বিচারের দাবি ছাত্রদল নেতা জসিমেরকুর্শানগর টেকপাড়া টেকপাড়া ও চকপাড়া মসজিদ ও যুব সমাজের উদ্দ্যোগে ইসলামী মহাসম্মেলন ১৩ ফেব্রুয়ারিতালিমুল কুরআন নুরানীয়া ক্যাডেট মাদরাসার ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিতত্রিশাল মৈত্রী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ৮ ফেব্রুয়ারি ২০২৫ ইংদুর্নীতি ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রধান অন্তরায়ত্রিশালে জনবসতিপূর্ণ এলাকার পোল্ট্রি খামারের বর্জ্যে দুষিত হচ্ছে পরিবেশ, চরম জনদুর্ভোগভবানীপুর বিটে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৩ একর বনভূমি উদ্ধারভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বিএনপি নেতা রিজভীতেই ভরসা জনগণেরধরাছোঁয়ার বাইরে আ.লীগ মন্ত্রীর আস্থাভাজন আমজাদ হোসেন!নেপথ্যে ঝুট ব্যবসা (পর্ব-১)যৌতুকের টাকা দিতে না পারায় ১৪ মাসের শিশুসহ স্ত্রীকে রেখে পালালেন স্বামী:অসহায় দিন পার করছেন স্ত্রীত্রিশালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানত্রিশাল উপজেলা ও পৌর মৎস্যজীবী দলের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদনবর্ণাঢ্য আয়োজনে ত্রিশালে ভোরের দর্পণ পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনত্রিশালে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দায়ীদের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
.
Main Menu

বাসায় নামাজ পড়ার নির্দেশ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক |

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে মুসল্লিদের মসজিদের পরিবর্তে বাসায় নামাজ পড়ার নির্দেশনা দিয়েছে সরকার। অন্যথায়, দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, করোনার সংক্রমণ রোধে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ছাড়া অন্য কোনো মুসল্লি যেন মসজিদে না যান। জুমার জামাতে অংশ নেওয়ার পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায়ের জন্য বলা হচ্ছে।

ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচটি জরুরি নির্দেশনা দিয়ে বলা হয়েছে

১. ভয়ানক করোনাভাইরাসের সংক্রমণ রোধে মসজিদের ক্ষেত্রে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমগণ ব্যতীত অন্য সকল মুসল্লিকে সরকারের পক্ষ থেকে নিজ নিজ বাসস্থানে নামাজ আদায় এবং জুমার জামাতে অংশগ্রহণের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায়ের নির্দেশ দেওয়া যাচ্ছে।

২. মসজিদে জামাত চালু রাখার প্রয়োজনে সম্মানিত খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম মিলে পাঁচ ওয়াক্তের নামাজে অনধিক ৫ জন এবং জুমার জামাতে অনধিক ১০ জন শরিক হতে পারবেন। জনস্বার্থে বাইরে মুসল্লি মসজিদের ভেতরে জামাতে অংশগ্রহণ করতে পারবেন না।

৩. একই সঙ্গে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অন্যান্য ধর্মের অনুসারীদেরকেও উপাসনালয়ে সমবেত না হয়ে নিজ নিজ বাসস্থানে উপাসনা করার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।

৪. এ সময়ে সারা দেশে কোথাও ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, তাবলিগি তালিম বা মিলাদ মাহফিলের আয়োজন করা যাবে না। সবাই ব্যক্তিগতভাবে তেলাওয়াত, জিকির ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর রহমত ও বিপদমুক্তির প্রার্থনা করবেন।

৫. অন্যান্য ধর্মের অনুসারীরাও এ সময়ে কোনো ধর্মীয় বা সামাজিক আচার অনুষ্ঠানের জন্য সমবেত হতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে  আরো বলা হয়, বিগত ২৯ মার্চ ইসলামিক ফাউন্ডেশনের আহ্বানে এ বিষয়ে দেশের শীর্ষস্থানীয় আলেমরা মিলিত হয়ে মসজিদে মুসল্লিদের উপস্থিতি সীমিত রাখার ব্যাপারে সর্বসম্মতভাবে আহ্বান জানিয়েছিলেন। তৎপরবর্তীতে পরিস্থিতি দ্রুত ভয়ঙ্কর অবনতির দিকে যাচ্ছে দেখে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে সর্বোচ্চ পর্যায়ের সকলের সঙ্গে পরামর্শক্রমে সকল ধর্মের মূলনীতির আলোকে এবং জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে এই নির্দেশনা জারি করে ধর্ম মন্ত্রণালয়।

নির্দেশনায় বলা হয়, প্রাণঘাতী করোনাভাইরাস ভয়াবহ মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশে যথাযথভাবে সুরক্ষা নিশ্চিত করা না হলে ব্যাপক সংক্রমণ এবং বিপুল প্রাণহানির আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

‘করোনাভাইরাস মানুষের হাঁচি, কাশি, নিঃশ্বাস ও সংস্পর্শের মাধ্যমে মুহূর্তের মধ্যে সংক্রমিত হয়। অধিকাংশ ক্ষেত্রে সংক্রমিত ব্যক্তির দেহে রোগের উপসর্গ দেখা দেওয়ার আগেই তার মাধ্যমে অন্যদের মধ্যে সংক্রমণ ঘটতে পারে। অনেকের মধ্যে ভাইরাসটি সুপ্ত অবস্থায় বিদ্যমান থাকে যার লক্ষণ দৃশ্যমান হয় না। পূর্ব থেকে সতর্কতা অবলম্বন না করলে এর বিস্তার রোধ অসম্ভব হয়ে পড়বে। এরকম হতে থাকলে অন্যান্য দেশের মতো আমাদের দেশেও ব্যাপক সংক্রমণ ও প্রাণহানির আশঙ্কা আছে।

বিশ্বে এ পর্যন্ত এ রোগের কোনো প্রতিষেধক বা চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়নি। যে কারণে সরকার সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করেছে এবং সামাজিক দূরত্ব বজার রাখার লক্ষ্যে দেশের সব নাগরিককে ঘরে থাকার কঠোর নির্দেশ দিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে জনসমাগমের মাধ্যমে এ রোগের বিস্তার ঘটছে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও এ রোগের বিস্তার ও প্রাণহানির ঘটনার উদাহরণ বিদ্যমান।’

ধর্ম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ‘ইতোমধ্যে মুসলিম স্কলারদের অভিমতের ভিত্তিতে পবিত্র মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারাসহ বিশ্বের প্রায় সব দেশের মসজিদে মুসল্লিদের আগমন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা এ রোগের সংক্রমণ নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত বাংলাদেশে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে সর্বসাধারণের আগমন বন্ধ রাখার জোর পরামর্শ দিয়েছেন।’






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *