শিরোনাম
বিএনপির প্রার্থী ঘোষণা: নাটোরে দলীয় রাজনীতিতে বিভক্তিগাজীপুর সদরে দুুই শতাধিক আদিবাসী ক্ষুদ্র নৃ গোষ্ঠি যোগ দিলেন বিএনপিতেত্রিশালে সড়কের বেহাল দশার কারণে দূর্ভোগে মসজিদ ও মাদ্রাসা শিক্ষার্থীরাবিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বদ্ধপরিকর: আক্তার মাস্টারবাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের ভালুকা উপজেলার আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব মকবুল৩১ দফার বার্তা পৌঁছে দিতে শ্রীপুরে বিএনপির মহিলা সমাবেশগাজীপুরে বিজ এর উদ্দ্যোগে তারুণ্যের উৎসব উৎযাপিতচমক দেখাতে পারেন বিএনপি নেতা আক্তারুল আলম মাস্টারমতলব উত্তরে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভাগফরগাঁওয়ে বিট পুলিশিং, উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিতএমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ১৫ শতাংশ হচ্ছেঅনলাইন বিজনেস অর্থনীতির চালিকাশক্তিনজরুল বিশ্ববিদ্যালয়ে উপাসনাস্থল উদ্বোধনডোপ টেস্ট করতে গিয়ে হয়রানির অভিযোগ ড্রাইভারদের সারা দেশের মতো ভালুকায় এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতিপ্রতারককে ধরিয়ে দিন!ধানের শীষের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে-জয়নাল আবেদীন রিজভীত্রিশালে জুয়া ও নেশায় আসক্ত ছেলের হাতে বাবা-মা খুন মা বাবার নিজ রুমের মেঝেতে পুঁতে রেখেছিল মরদেহত্রিশালে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভানয়াপাড়ায় ঘরে ঘরে বিএনপির লিফলেট বিতরণ
.
Main Menu

ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বিএনপি নেতা রিজভীতেই ভরসা জনগণের

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: গাজীপুরের শাল গজারি আর লাল মাটিতে বেড়ে উঠা মেধাবী ছাত্রনেতা ছিলেন আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। ছাত্রদলের রাজনীতি করার পর সফলতার সাথে করেন যুবদলের রাজনীতি এরপর তিনি বর্তমানে করছেন বিএনপির রাজনীতি। তিনি গাজীপুর সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বিগত আওয়ামীলীগের শাসনামলে আওয়ামী সরকারের বিরুদ্ধে গাজীপুর সদরের রাজপথ দখলে রেখেছিলেন তিনি। জ্বালাময়ী স্লোগানে উত্তাল করে রেখেছিলেন রাজপথ। আওয়ামীলীগ সরকারের চক্ষুশূল হবার কারণে তার উপর হামলা মামলাসহ নির্যাতনের খড়গ নেমে আসে। তারপরও দমে যাননি তিনি,স্বৈরাচার সরকারের চোখে চোখ রেখে প্রতিবাদ করে গেছেন বিএনপির এই ত্যাগী নেতা। আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী রাজপথে অধিকার আদায়ের লড়াইয়ে যতটা কঠিন তেমনি গণমানুষের কাছে তিনি ততটাই কোমল। দলের দুঃসময়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকেছেন,ঐক্যবদ্ধ রেখেছেন গাজীপুর সদর উপজেলা বিএনপিকে। সেই সাথে সাধারণ মানুষের পাশেও থাকেন যেকোনো বিপদে আপদে। আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী শিক্ষা ও ধর্মীয় শিক্ষার আলোকে ছড়িয়ে দিতে প্রতিষ্ঠা করেছেন অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। শিল্পসমৃদ্ধ অঞ্চল গাজীপুর সদরের ভাওয়ালগড় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনগণ চাইলে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন বিএনপি নেতা আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। তাঁর ঘোষণার পরই সরগরম হয়ে উঠে।  তিনি সমাজের উচু স্তর থেকে নিন্ম স্তর পর্যন্ত সমান জনপ্রিয়। দিনমজুর, রিকশাচালক, মুদি দোকানি, ব্যবসায়ী, তরুণ-বৃদ্ধসহ সর্বস্তরের ভোটারদের পছন্দের প্রার্থী হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মীরা জানান,আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী  বিএনপির পরীক্ষিত ও নিবেদিত প্রাণ কর্মী। তিনি তরুণ জীবনে জিয়াউর রহমানের আদর্শ নিয়ে বিএনপির রাজনীতিতে প্রবেশ করেন এখনো জাতীয়তাবাদী আদর্শের মধ্যেই নিবেদিত আছেন। বিএনপির একজন নিবেদীত কর্মী হিসেবে দলের জন্য অনেক ত্যাগ ও অবদান রয়েছে রিজভী ভাইয়ের। দলের যেকোনো দুঃসময় এবং প্রয়োজনে কখনো পিছপা হননি তিনি। সবসময় দল এবং দলের কর্মীদের জন্য নিজের জীবনকে উজাড় করে দিয়েছেন। গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে থেকে তিনি নিজে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে দলকে সর্বোচ্চ সহযোগিতা দেয়ার চেষ্টা করেন। স্থানীয় একজন জানান,ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী যোগ্য কারণ তার কোনো খারাপ দিক আমরা কোনোদিন দেখিনি। তিনি সব সময় গরিব মানুষের পাশে থেকেছেন। যখনই কারো কোনো বিপদ হয়েছে, আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী ভাইয়ের কাছে গেলে নিরাশ হয়ে ফিরে আসেনি।  মধ্যবয়সী আব্দুল লতিফ মোল্লা বলেন, আমাদের অঞ্চলের ছাত্র সমাজের অবস্থা একটি সময় অনেক খারাপ হয়ে গিয়েছিল।রিজভী ক্রীড়াঙ্গনের মানুষ, সে তাদের লেখাপড়া ও খেলাধুলায় মনোনিবেশ করিয়েছেন।  আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভীর মতো এমন যোগ্য প্রার্থীকেই ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদে প্রয়োজন। এবারের নির্বাচনে এ রকম যোগ্য প্রার্থীকেই ভোটাররা বেছে নেবেন। রিকশাচালক আব্দুল গফুর বলেন, আমরা সারা দিন রিকশা চালাই, শরীরে ঘাম লেগেই থাকে। কিন্তু আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী ভাই কোনো সংকোচ না করেই আমাদের সঙ্গে হাত মেলান, বুকে জড়িয়ে ধরেন। বাড়ির খোঁজখবর নেন। আমরা তো আর কিছু চাই না, আমরা এ ধরনের সাদা মনের একজন মানুষকে চাই। এদিকে এবিষয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী বলেন,সাধারণ জনগণ চাইলে তাদের সেবায় আমি সর্বদাই প্রস্তুত।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *