ভবানীপুর বিটে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৩ একর বনভূমি উদ্ধার


জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: ৫ই আগস্ট পরবর্তী রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের গাজীপুর ভাওয়াল রেঞ্জের অধীনে ভবানীপুর বিটে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। রোববার (২৬ জানুয়ারি) সকালে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বিটের বাঘের বাজার শিরিরচালা (হিজড়া পট্টি) এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস। ৫ আগস্ট পরবর্তী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। এই সুযোগে গাজীপুরের বিভিন্ন অঞ্চলে সক্রিয় হয়ে ওঠে ভূমিদস্যুরা। তারা বনভূমি দখল করে বাড়িঘর নির্মাণের প্রতিযোগিতায় নেমে পড়ে। ভবানীপুর বিট অফিসের তথ্য অনুযায়ী, ভাওয়ালগড় ইউনিয়নের মাহনা ভবানীপুর মৌজায় ১১.৭২ একর বনভূমি দখল হয়। সেখানে অগণিত নতুন ঘর নির্মাণ করা হয়।শিরিরচালা এলাকায় পরিচালিত অভিযানে মোট ৩ একর সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধার করা হয়েছে। উচ্ছেদকৃত স্থাপনাগুলোর মধ্যে অবৈধভাবে নির্মিত দ্বিতল ভবন, দোকানপাটসহ বিভিন্ন ছোট-বড় মোট ৩০টি স্থাপনা রয়েছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা। অভিযানে জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং বন বিভাগ যৌথভাবে অংশ নেয়। অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয় বন বিভাগের পক্ষ থেকে।
Related News

টিম রেডি,রাতে মানুষদের ঘুমাতে দেব না- সাবেক মেয়র জাহাঙ্গীর
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কণ্ঠসদৃশ একটি ফোন কল রেকর্ডিং সামাজিকRead More

নিউ গভর্ণমেন্ট গার্লস হাইস্কুলের সিনিয়র প্রাক্তন সহকারী প্রধান (চলতি দায়িত্ব) শিক্ষিকা দিলরুবা আক্তারের অবসর জনিত বিদায় অনুষ্ঠিত
হানিফ আকন্দ,ঢাকা:: রাজধানী ঢাকার আরমানিটোলায় অবস্থিত নিউ গভর্ণমেন্ট গার্লস হাইস্কুলের সিনিয়র প্রাক্তন সহকারী প্রধান (চলতিRead More