গাজীপুর সদর মেট্রো থানা পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


নিজস্ব প্রতিবেদক::গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ( ওসি) মেহেদি হাসান ও এ এস আই রশিদ এর সহযোগীতায় ডাকাতি মামলার ১ নম্বর আসামি বন্যা আক্তার (২৫) কে গ্রেফতার না করে উলটো ডাকাতি মামলার বাদী রফিকুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণের মামলা করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। তিনি অভিযোগ করে বলেন, গত ২৫/০১/২০২৫ তারিখ পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে বন্যার বাসায় আমাকে হামলা ও নির্যাতনের ঘটনা ঘটে। অভিযোগ করে তিনি বলেন, বন্যা একজন দেহ ব্যবসায়ী ও নারীর দালাল হিসেবে চাপুলিয়ায় পরিচিত মুখ। তার ভাড়া করা সন্ত্রাস ও নারী চাপলাইকারী সদস্য সহ আমাকে রুমে টেনে হিচড়ে নিয়ে দেশীয় অস্ত্রের মুখে রেখে আমার হাত পা বেধে আমার উপর নির্যাতন করে। আমার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আমার স্ত্রীর ছোট ভাইকে ফোন দিয়ে অটো গাড়িটি নিয়ে তাদের পছন্দ মত নির্জন জায়গায় নিয়ে যায় এবং মোঃ নাহিদ রানা ও বন্যার স্বামী হাসর আলী মিলে আমার কাছ থেকে জোর পূর্বক ব্ল্যাঙ্ক ( খালি) স্ট্যাম্পে স্বাক্ষর করে নেন। ঐ সময় আমার সাথে থাকা গ্রাম থেকে জমি বিক্রি করে আনা নগদ ১ লক্ষ টাকা ও ৪ আনা ওজনের একটি সোনার আংটি ছিনিয়ে নিয়ে যায় বলে দাবি করেন ভুক্তভোগী রফিকুল ইসলাম। তিনি আর বলেন, এ বিষয়ে পরের দিন সদর মেট্রো থানার সাবেক ওসি আরিফুল ইসলাম কে ঘটনার বিস্তারিত জানালে তিনি একটি অভিযোগ করার পরামর্শ দেন।ঐদিনই একটি লিখিত অভিযোগ করি। তদন্তকারী কর্মকর্তা এস আই কামরুল ইসলাম কে দায়িত্ব দেন তৎকালীন ওসি। তদন্তকারী কর্মকর্তা দেখি দেখতাছি বলিয়া সময় অতিবাহিত করলে এ বিষয়ে গাজীপুর মেট্রো পলিটন পুলিশের উত্তর ( ক্রাইম) ডিসি কে আমার অভিযোগের ব্যবস্থা না নেওয়ার কথা জানাই। তিনি অভিযোগ পত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য লিখে দেন ও আমার সামনে ফোন করে প্রয়োজনীয় ব্যবস্হা করতে বলেন।পরে ডিসি সাহেবের সুপারিশ সহ সাবেক ওসির সাথে দেখা করলে ওসি এবং তদন্তকারী কর্মকর্তা আমার উপর রাগান্বিত হন। এবং ওসি আরিফুল ইসলাম জানান যদি আমার বিবাদী ০১ নং আসামি যদি আগামীকাল আমার বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা করেন তখন আমি কি করবো বলে আমাকে ধমক দেয় ও নোংরা ভাষায় কথা বলে। তিনি আর বলেন গত ৬/০৩/২০২৫ ইং তারিখে দৈনিক জাগ্রত সংবাদ ও দৈনিক প্রভাতি বাংলাদেশ পত্রিকায় ” গাজীপুরে সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরেও গ্রেফতার হচ্ছে না নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ” শিরোনামে সংবাদ প্রচারের পর গত ৮/০৩/২০২৫ইং তারিখে আমার অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই কামরুল ইসলাম ডাকাতি কৃত অটো গাড়ি ও ০২ নং আসামি ডাকাত মোঃ শামীম কে গ্রেফতার করে সদর মেট্রো থানায় নিয়ে আমাকে দেখা করতে বলে। এস আই কামরুল ইসলাম এর কথা মত গতকাল রাত ৮ ঘটিকার সময় সদর মেট্রো থানায় গিয়ে তাকে ফোন করে দেখা করতে চাইলে তিনি আমাকে তদন্ত ওসি সিদ্দিক সাহেবের সাথে দেখা করার পরামর্শ / কথা বলেন। তদন্ত ওসি সিদ্দিক সাহেবের রুমে আমার অভিযোগের পর্যালোচনা করার সময় মোঃ নাহিদ ওরফে কিশোর গ্যাং নেতা বোটকা নাহিদ সহ ১০/১২ জন ঐ রুমের সামনে আসেন । এবং বাহিরে আসতে বলেন যে আমরা থেকে মীমাংসা করে দেব বলে আমাকে ডেকে থানার বাহিরে নিয়ে আসে। এবং আমাকে মামলা উঠিয়ে নিয়ে থানা হাজতে থাকা আসামি শামীম কে ছাড়াতে দিতে হবে বলে হুমকি দমকি দিতে থাকে। তিনি আর বলেন নাহিদ ওরফে বোটকা নাহিদ তাকে বলেন আজকে যদি তার কথামত মামলা প্রত্যাহার না করি আগামীকাল থেকে আমার পরিবার কে গণ কবরে পরিনত করবে বলে আর নোংরা ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। ভুক্তভোগী রফিকুল ইসলাম আরো বলেন রাত প্রায় ১০ ঘটিকার সময় আমার অভিযোগের ০১ নং আসামি বন্যা আক্তার থানায় এসে আমাকে ও আমার পরিবার কে মামলা উঠিয়ে নিতে চাপ সৃস্টি করে এবং বলে যদি আমি মামলা উঠিয়ে না নেই তাহলে আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দিতে তাকে নাহিদ ভাই না কি বলছে একথা বলে থানার ভিতরে গিয়ে এ এস আই রশিদের সাথে আমার সামনে পরামর্শ করে। এ এস আই রশিদ বন্যা কে একটি ধর্ষণ মামলা করার পরামর্শ দেন। এ এস আই রশিদ আরো বলেন আমি ওসি স্যারের সাথে সব কথা বলে রাখছি যদি কথা না শুনে তাহলে তাকে ধর্ষণ মামলা দিয়ে জেল হাজতে পাঠালে ঠিক হয়ে যাবে। ভুক্তভোগী রফিকুল আরো বলেন, বন্যা ও এ এস আই রশিদ সহ বর্তমান ওসি মেহেদী হাসানের রুমে গিয়ে পরামর্শ করে ওসি মেহেদী হাসান ও এ এস আই রশিদের সহযোগীতায় আমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দিয়ে ফিল্মী কায়দায় থানা থেকে আমাকে ধমকাতে ধমকাতে বাহির হচ্ছে আর বলছে ওসি ১ লক্ষ টাকার বিনিময়ে আমাকে গ্রেফতার না করা এবং তোর বিরুদ্ধে মামলা করতে সহযোগীতা করেছে। বন্যা আরো বলেন এই থানার পুলিশ আমার হাতের মুঠোয় আছে তুই আমার কিছুই করতে পারবি না। ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন আমি গরিব মানুষ। আমার কোন টাকা পয়সাও নাই এই বলে কান্নায় ভেঙে পড়েন রফিকুল। তিনি বলেন সাংবাদিকদের মাধ্যমে আমি বর্তমান সরকারের স্বররাষ্ট্র উপদেষ্টা ও গাজীপুর মেট্রো পলিটন পুলিশের পুলিশ কমিশনার সহ সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন আমার ডাকাতি হওয়া অটো গাড়ি টাকা পয়সা আংটি উদ্ধার করে আমাকে ফেরত পেতে সহযোগিতা করুন এবং মিথ্যা ও হয়রানি মুলক ধর্ষণ মামলা থেকে মুক্তি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।
Related News

নজরুল বিশ্ববিদ্যালয়ে কলা ভবনের উদ্বোধন
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত কলা ভবনেরRead More

শ্রীপুরে কলাবাগানে অজ্ঞাত পরিচয়ের লাশের রহস্য উদ্ঘাটন করলো পুলিশ
হারুন-অর-রশিদ,গাজীপুর:: গাজীপুরের শ্রীপুরে গড়গড়িয়া মাস্টার এলাকায় থেকে গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে শ্রীপুরRead More