সিলেটে নারীর মৃত্যুর কারণ জানতে পরীক্ষা হচ্ছে
ইপেপার / প্রিন্ট

সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) আইসোলেশনে মারা যাওয়া যুক্তরাজ্য ফেরত নারী করোনা আক্রান্ত কি না তা নিশ্চিতে পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
রোববার (২২ মার্চ) বিকেলে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মীরজাদী। তিনি বলেন, ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে লক্ষণ, উপসর্গ দেখে প্রটোকল মেনে তার দাফন করা হয়েছে।
এর আগে ৬১ বছর বয়সী ওই নারী রোববার (২২ মার্চ) ভোরে মারা যান।
বিশ্বস্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) গাইড লাইন অনুযায়ী বেলা দেড়টায় নগরের হযরত মানিকপীর (রহ.) সিটি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। গত ২০ মার্চ থেকে তিনি ওই হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি ছিলেন।
গত ৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তিনি। শনিবার পর্যন্ত সিলেট শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ওই নারীসহ চারজন চিকিৎসাধীন ছিলেন।
Related News
মে মাসের শুরুতেই হতে পারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়- আবহাওয়া অফিস
জনতার নিঃশ্বাস প্রতিবেদক::অসহনীয় দাবদাহের মধ্যেই কিছুটা সুখবর দিলো আবহাওয়া অফিস। জানা গেছে, মে মাসের শুরুতেইRead More
আমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে ত্রিশাল উপজেলা ভাইস-চেয়ারম্যান হুমায়ূন আকন্দের শোক
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২ নংআমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে শোকRead More

