অসহযোগ আন্দোলনের ডাক বিএনপি’র


জনতার নিঃশ্বাস প্রতিবেদক::বর্তমান সরকারকে এখন থেকে আর কোনো কাজে সহযোগিতা না করতে প্রশাসন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। একইসঙ্গে আগামী ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে ভোট বর্জনের আহ্বানও জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে থেকে আমি এ আহ্বান জানাচ্ছি। দেশের এ অবস্থায় ব্যাংকে টাকা জমা রাখা কতটুকু নিরাপদ হবে তা ভেবে দেখতেও দেশবাসীর প্রতি আহ্বান জানান রিজভী। একইসঙ্গে বিদ্যুৎ বিলসহ অন্যান্য বিল পরিশোধ না করারও আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট প্রতিহতের অংশ হিসেবে এসব কর্মসূচি ঘোষণা করা হলো।
Related News

মে মাসের শুরুতেই হতে পারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়- আবহাওয়া অফিস
জনতার নিঃশ্বাস প্রতিবেদক::অসহনীয় দাবদাহের মধ্যেই কিছুটা সুখবর দিলো আবহাওয়া অফিস। জানা গেছে, মে মাসের শুরুতেইRead More

আমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে ত্রিশাল উপজেলা ভাইস-চেয়ারম্যান হুমায়ূন আকন্দের শোক
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২ নংআমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে শোকRead More