আমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে ত্রিশাল উপজেলা ভাইস-চেয়ারম্যান হুমায়ূন আকন্দের শোক


হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২ নংআমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে শোক জানিয়েছেন ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হুমায়ূন আকন্দ।
রোববার (৭ এপ্রিল) ত্রিশাল উপজেলার ১২ নংআমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর জানাজার নামাজে অংশগ্রহণ করে এই শোক জানান।
মরহুম সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হুমায়ূন আকন্দ। তিনি বলেন, মরহুম চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টো ছিলেন আওয়ামীলীগের নিবেদিত প্রাণ তার মৃত্যুতে ত্রিশাল আওয়ামীলীগ পরিবারে এক বড় ক্ষতি হলো।
স্থানীয়রা বলেন, তিনি খুবই ভালো প্রকৃতির পরোপকারী মানুষ ছিলেন। তিনি চেয়ারম্যান থাকা অবস্থায় ইউনিয়নের ব্যাপক উন্নয়ন করেছেন। তার জানাজার নামাজে ত্রিশালসহ বৃহত্তর ময়মনসিংহের রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গন সহ সর্বস্তরের মানুষের ঢল নামে। অশ্রুসিক্ত নয়নে, আবেগে আপ্লুত ছিলেন সাধারণ মানুষ থেকে শুরু সকল শ্রেণি পেশার মানুষ। স্থানীয়দের মতে, তিনি উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ছিলেন। তিনি উপজেলা আওয়ামীলীগকে সুসংগঠিত করার পাশাপাশি অনেক সামাজিক ও উন্নয়নমূলক কাজ করেছেন।
প্রসঙ্গত: ময়মনসিংহের ত্রিশালের ১২ নং আমিরাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান ভুট্টো হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার বিকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। রোববার বেলা ১১টায় নিজ বাড়িতে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ২০ রমজানে অন্যদের সঙ্গে ত্রিশাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইতেকাফে বসেন আনিছুর রহমান ভুট্টো চেয়ারম্যান। শনিবার বিকালের দিকে হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক কন্যা রেখে যান।
Related News

মে মাসের শুরুতেই হতে পারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়- আবহাওয়া অফিস
জনতার নিঃশ্বাস প্রতিবেদক::অসহনীয় দাবদাহের মধ্যেই কিছুটা সুখবর দিলো আবহাওয়া অফিস। জানা গেছে, মে মাসের শুরুতেইRead More

আমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে ত্রিশাল উপজেলা ভাইস-চেয়ারম্যান হুমায়ূন আকন্দের শোক
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২ নংআমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে শোকRead More