একজন বিজ্ঞানী ফজলুল করিম আকন্দ ও তাঁর স্মৃতি অসামান্য অবদান


হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: একজন সফল বিজ্ঞানী, লেখক বজলুল করিম আকন্দের জন্ম ১৯৪২ সালে ২৯ শে অক্টোবর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায়।
পিতার সরকারি চাকরির সুবাদে কৈশোর ও প্রাক-যৌবন কেটেছে বিভিন্ন জায়গায়।
শিক্ষাজীবন বাজিতপুর হাইস্কুল, আনন্দমোহন কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন বিভাগে।
ষার্টের দশকে প্রথম দিকে আনন্দমোহন কলেজ ছাত্র ইউনিয়ন যোগদান করেন এবং কলেজ শাখার সভাপতির দায়িত্ব পালন করেন।এ সময় রাজনৈতিক কারণে স্বল্প সময়ের জন্য কারাবরণ।
ষার্টের দশকের মাঝামাঝি তরুণ বিজ্ঞানী হিসেবে ঢাকাস্থ বিসিএসআইআর (সাইন্স ল্যাবরেটরি)-তে যোগদান করেন।
দীর্ঘদিন সফলতার সাথে বিজ্ঞান গবেষণার কাজে যুক্ত থাকার পর ২০০৩ইং সালে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে তিনি অবসর গ্রহণ করেন।
বজলুল করিম আকন্দ একজন বিজ্ঞানী হয়েও আজীবন সাহিত্য-সংস্কৃতি চর্চার সাথেও যুক্ত থাকেন। শিল্প সাহিত্য চর্চায় রয়েছে তাঁর অন্যন্য অবদান।
বিভিন্ন পত্রপত্রিকায় এবং জার্নালে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ লেখার পাশাপাশি কিছু ছোটগল্পও লেখেছেন তিনি। যার কারণে পাঠকের হৃদয়ে স্থান করে দিয়েছেন তিনি।
সম্প্রতিকালে তিনি ময়মনসিংহ থেকে প্রকাশিত বিজ্ঞান বিষয়ক জার্নাল বিজ্ঞাননেত্র এবং ঢাকার “বিপরীত স্রোত” নামে একটি অনলাইন পোর্টালে লেখালেখি করেন।
বজলুল করিম আকন্দের লেখালেখির জীবনে আরেকটি নতুন সংযোজন হলো তাঁর আত্মজীবনী বজলুল করিম আকন্দ জীবন স্মৃতি।
অশীতিপর বয়সের এই বিজ্ঞানী লেখক ও সাংস্কৃতিসেবী বর্তমানে স্ত্রী পুত্র কন্যা, পুত্রবধূ ও নাতি-নাতনি নিয়ে স্থায়ীভাবে ঢাকায় বসবাস করেন।
Related News

মে মাসের শুরুতেই হতে পারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়- আবহাওয়া অফিস
জনতার নিঃশ্বাস প্রতিবেদক::অসহনীয় দাবদাহের মধ্যেই কিছুটা সুখবর দিলো আবহাওয়া অফিস। জানা গেছে, মে মাসের শুরুতেইRead More

আমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে ত্রিশাল উপজেলা ভাইস-চেয়ারম্যান হুমায়ূন আকন্দের শোক
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২ নংআমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে শোকRead More