ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মোবারক হোসেন রনি


জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে দেশ ও প্রবাসের সকল মুসলিম ভাই বোনদের শুভেচ্ছা জানিয়েছেন এশিয়ান টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি ও ভাওয়াল সাহিত্য সংসদের কার্যনির্বাহী কমিটির ১ নম্বর সদস্য মোবারক হোসেন রনি। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা অর্থ ত্যাগের উৎসব। আল কোরআনে বলা হয়েছে, মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় মানুষের পবিত্র ইচ্ছা। কোরবানির মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি ও আত্মত্যাগের বার্তা প্রচার করে।বিশ্বাসী মানুষের পবিত্র ইচ্ছা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা। মানুষ আল্লাহর নৈকট্য লাভের জন্য পশু কোরবানি দেয়। আত্মশুদ্ধি, আত্মতৃপ্তি আর আত্মত্যাগের সুমহান বার্তা নিয়ে প্রতিবছরই ঘুরে আসে পবিত্র ঈদুল আজহা। দ্রব্যমূল্য, সামাজিক অনাচার ও নানামুখী সংকটের অভিঘাত সত্ত্বেও দেশের মুসলিম জনগোষ্ঠীর মনের ভিতরে ঈদের অমলিন আনন্দ আর উচ্ছ্বাসে পরিপূর্ণ। তিনি আরও বলেন, স্বল্প আয়ের মানুষরা শ্বাসরুদ্ধকর অবস্থায় দিনযাপন করছে। ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে-সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে।সবাইকে এক কাতারে ঈদের আনন্দের উৎসব ভাগ করে নিতে হবে । ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি, সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন, মহান আল্লাহ তায়ালার দরবারে এই প্রার্থনা জানাই। এক শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন,বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দেশবাসীসহ সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক। এসময় তিনি আরো বলেন, ঈদুল আযহা’র তাৎপর্য হলো পশু কোরবানি মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা। পশু কোরবানির সাথে অন্তরের পশুত্বকেও কোরবানি দিতে শিক্ষা দেয় পবিত্র ঈদুল আযহা। ঈদুল আযহা আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি ভালোবাসার শিক্ষা দিতে। ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। আরো বলেন, ঈদ সারাবিশ্বের মুসলমানদের জন্য বয়ে আনে আনন্দের বার্তা। সকল প্রকারের ভেদাভেদ ভুলে সকল শ্রেণি-পেশার মানুষকে এক সাড়িতে দাঁড় করায় এই ঈদ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদুল আযহা আমাদের একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্বুদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। সবাইকে আবারো ঈদের অগ্রীম শুভেচ্ছা। ঈদ মোবারাক, ঈদ মোবারক, ঈদ মোবারক।
Related News

ত্রিশালে রাগামারা-সাখুয়া সড়কটি যেন মরণফাঁদ
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ত্রিশাল উপজেলার চারটি ইউনিয়নের যাতায়াতের অন্যতম সড়ক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে রাগামারা বাজারRead More

কনস্টেবলকে স্যার ডেকে জয়দেবপুর থানায় আটক ভুয়া মহিলা পুলিশ!
হারুন-অর-রশিদ,গাজীপুর:: গাজীপুরের জয়দেবপুর থানায় ছদ্মবেশে প্রবেশের সময় পুলিশের পোশাক পরিহিত এক ভুয়া নারী পুলিশকে আটকRead More