ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজ সেবক সাদ্দাম হোসাইন


আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: গফরগাঁও উপজেলাবাসী সহ সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন গফরগাঁও উপজেলার ১নং রসুলপুর ইউনিয়ন পরিষদ বিশিষ্ট সমাজসেবক সাদ্দাম হোসাইন। এক বার্তায় গফরগাঁও উপজেলার ১নং রসুলপুর ইউনিয়ন পরিষদ বিশিষ্ট সমাজসেবক সাদ্দাম হোসাইন বলেন, বছর ঘুরে মুসলিম উম্মার আনন্দময় দিন ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত।পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গফরগাঁও সহ সারাদেশের সকল মুসলিম ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।ঈদ মোবারক। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য, সর্বোচ্চ ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে পুত্র হযরত ইসমাইল (আঃ)কে কোরবানী করতে উদ্যত হযরত ইব্রাহিম (আঃ)আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তারি নিদর্শন স্বরূপ আমরা প্রতিবছর আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগন কোরবানী কৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যর বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আজহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক।
Related News

ত্রিশালে রাগামারা-সাখুয়া সড়কটি যেন মরণফাঁদ
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ত্রিশাল উপজেলার চারটি ইউনিয়নের যাতায়াতের অন্যতম সড়ক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে রাগামারা বাজারRead More

কনস্টেবলকে স্যার ডেকে জয়দেবপুর থানায় আটক ভুয়া মহিলা পুলিশ!
হারুন-অর-রশিদ,গাজীপুর:: গাজীপুরের জয়দেবপুর থানায় ছদ্মবেশে প্রবেশের সময় পুলিশের পোশাক পরিহিত এক ভুয়া নারী পুলিশকে আটকRead More