ত্রিশালে মাছ চাষে টেকসই প্রযুক্তি উদ্বোধন


হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসনের পরিকল্পনা ও বাস্তবায়নে অ্যাকুয়াকালচার ৪.০, ভার্টিকাল এক্সপানশন ও বটম ক্লিনিং প্রযুক্তির সমন্বিত ব্যবহার এর মাধ্যমে টেকসই প্রযুক্তি (ত্রিশাল মডেল) উদ্ভাবন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ পুকুরে প্রকল্পের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকি উল বারী, সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, পৌর সভার নির্বাহী কর্মকর্তা নওশীন আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুম, ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের একটি সরকারি পুকুরে এ আই পদ্ধতিতে মাছ চাষ করে সফলতা পেয়েছেন উপজেলা প্রশাসন। এরই প্রেক্ষিতে উপজেলা পরিষদের সরকারি পুকুরটি পুনরায় খনন করে মাছ চাষের জন্য উপযুক্ত করা হয়।জানা গেছে ভার্টিকাল এক্সপানশন গভীর পানির স্তর ব্যবহার করে একই পুকুরে বেশী মাছ চাষ করা হয়। এই পদ্ধতিতে মাছ চাষ করতে এগিয়ে আসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও মৎস্য চাষীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন।
Related News

নজরুল বিশ্ববিদ্যালয়ে কলা ভবনের উদ্বোধন
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত কলা ভবনেরRead More

শ্রীপুরে কলাবাগানে অজ্ঞাত পরিচয়ের লাশের রহস্য উদ্ঘাটন করলো পুলিশ
হারুন-অর-রশিদ,গাজীপুর:: গাজীপুরের শ্রীপুরে গড়গড়িয়া মাস্টার এলাকায় থেকে গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে শ্রীপুরRead More