নিউ গভর্ণমেন্ট গার্লস হাইস্কুলের সিনিয়র প্রাক্তন সহকারী প্রধান (চলতি দায়িত্ব) শিক্ষিকা দিলরুবা আক্তারের অবসর জনিত বিদায় অনুষ্ঠিত


হানিফ আকন্দ,ঢাকা:: রাজধানী ঢাকার আরমানিটোলায় অবস্থিত নিউ গভর্ণমেন্ট গার্লস হাইস্কুলের সিনিয়র প্রাক্তন সহকারী প্রধান (চলতি দায়িত্ব)শিক্ষিকা দিলরুবা আক্তারের অবসর জনিত বিদায় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে নিউ গভর্ণমেন্ট গার্লস হাইস্কুল কর্তৃপক্ষ এক অনাড়ম্বর সংবর্ধনা প্রদান করেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি)নিউ গভর্ণমেন্ট গার্লস হাইস্কুলে তাঁকে এই বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এক আবেগময় পরিবেশের অবতারণা হয়। জানা যায়, নিউ গভর্ণমেন্ট গার্লস হাইস্কুলের সিনিয়র প্রাক্তন সহকারী প্রধান (চলছি দায়িত্ব) শিক্ষিকা দিলরুবা আক্তার তার শিক্ষকতার পেশাগত জীবনে ছিলেন সততা,ন্যায় আর নিষ্ঠার মূর্ত প্রতিক। তিনি শিক্ষার্থীদের নিজের সন্তানের মতোই ভালোবাসতেন ও যত্ন নিতেন। এই প্রসঙ্গে নিউ গভর্ণমেন্ট গার্লস হাইস্কুলের সিনিয়র শিক্ষিকা দিলরুবা আক্তার বলেন,গতরাত ছিলো ঘুমহীন একরাত,বলেছিলাম না আমি আনুষ্ঠানিক বিদায় নিবো না কিন্তু নিতে হলো কর্মজীবন থেকে বিদায় ,হয়তো সে জন্যই। এটাই নিয়ম পৃথিবীর। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব লুবনা ইয়াসমিন আপা ও আমার প্রিয় শিক্ষকবৃন্দের এত সুন্দর আয়োজনে আমি অভিভূত , আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমার ভালোবাসার ছাত্রীদের জন্য অনেক অনেক দোয়া করি মহান আল্লাহর কাছে।আমার অবসর জীবন আনুষ্ঠানিক শুরু হলো। সবার কাছে দোয়ার দরখাস্ত রইলো।
Related News

নজরুল বিশ্ববিদ্যালয়ে কলা ভবনের উদ্বোধন
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত কলা ভবনেরRead More

শ্রীপুরে কলাবাগানে অজ্ঞাত পরিচয়ের লাশের রহস্য উদ্ঘাটন করলো পুলিশ
হারুন-অর-রশিদ,গাজীপুর:: গাজীপুরের শ্রীপুরে গড়গড়িয়া মাস্টার এলাকায় থেকে গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে শ্রীপুরRead More