ভোরের আলো নার্সারি স্কুলে বর্ণাঢ্য সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালের ভোরের আলো নার্সারি স্কুলের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সম্মাননা প্রদান এবং ১০ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ১ লা ফ্রেব্রুয়ারি (শনিবার) সকাল ১০টায় (শনিবার) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হেলাল উদ্দিন তরফদার, , প্রধান শিক্ষক মোক্ষপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. খায়রুল বাসার, প্রধান শিক্ষক মোক্ষপুর বালিকা উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ রুহুল আমিন, প্রধান শিক্ষক , ভোরের আলো নার্সারি স্কুল।মোক্ষপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাঈমুল ইসলাম ও সাপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক ও শেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর সানাউল্লাহ। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও ক্যারিয়ার গঠনের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয় এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গন্তব্য সম্পর্কে মূল্যবান দিকনির্দেশনা দেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নতির প্রশংসা করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানকে আরও মনোমুগ্ধকর করে তোলে। দিনব্যাপী এই আনন্দঘন আয়োজন সফলভাবে সম্পন্ন হয়, যা অংশগ্রহণকারীদের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।
Related News

নজরুল বিশ্ববিদ্যালয়ে কলা ভবনের উদ্বোধন
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত কলা ভবনেরRead More

শ্রীপুরে কলাবাগানে অজ্ঞাত পরিচয়ের লাশের রহস্য উদ্ঘাটন করলো পুলিশ
হারুন-অর-রশিদ,গাজীপুর:: গাজীপুরের শ্রীপুরে গড়গড়িয়া মাস্টার এলাকায় থেকে গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে শ্রীপুরRead More