কুর্শানগর টেকপাড়া টেকপাড়া ও চকপাড়া মসজিদ ও যুব সমাজের উদ্দ্যোগে ইসলামী মহাসম্মেলন ১৩ ফেব্রুয়ারি
ইপেপার / প্রিন্ট
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালের আমিরাবাড়ীতে অবস্থিত কুর্শানগর টেকপাড়া টেকপাড়া ও চকপাড়া মসজিদ ও যুব সমাজের উদ্দ্যোগে তৃতীয় ইসলামী মহাসম্মেলন ১৩ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হবে। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ আছর থেকে মধ্যরাত পর্যন্ত কুর্শানগর টেকপাড়া টেকপাড়া ও চকপাড়া মসজিদ প্রাঙ্গণে এই তৃতীয় ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন বড়গাঁও দাখিল মাদরাসার শিক্ষক হযরত মাওলানা সাইফুল ইসলাম গোলন্দাজ (দা.বা.)। ইসলামী মহাসম্মেলনে সহ-সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন কুর্শানগর উত্তর পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী মোঃ আব্দুল মান্নান(দা.বা.)। ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে নারীর পর্দা ও কবরের আজাব বিষয়ে ওয়াজ করবেন জাহানারা মহিলা মাদরাসারা প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম রসুলপুরী।ইসলামী মহাসম্মেলনে আমন্ত্রিত ওলামে কেরাম হিসেবে নামাজের গুরুত্ব ও না পড়ার শাস্তি নিয়ে আলোচনা করবেন মাহমুদুল উলুম মাদরাসার মুহতামিম হাফেজ হযরত মাওলানা মুফতি হেদায়েতুল ইসলাম (দা.বা.),রমজানের গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করবেন কুর্শানগর টেকপাড়া টেকপাড়া ও চকপাড়া মসজিদের ইমাম ও খতিব ও রওজাতুল উলুম হামিউস সুন্নাহ ক্বওমী মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুফতি নাজমুল হক (দা.বা.) ও দানের ফজিলত সম্পর্কে আলোচনা করবেন আকন্দবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ হযরত মাওলানা শরীফ উদ্দিন আল আজাদ(দা.বা.)। এছাড়াও স্থানীয় ওলামে কেরাম আরো গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। ইসলামী মহাসম্মেলনটি পরিচালনা করবেন শিমুলীয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী মোঃ হাফিজুল ইসলাম। সার্বিক সহযোগীতায় থাকবে এলাকাবাসী এবং আরগুজারে থাকবেন মসজিদ পরিচালনা কমিটি ও যুব সমাজ।
Related News
বিএনপির প্রার্থী ঘোষণা: নাটোরে দলীয় রাজনীতিতে বিভক্তি
টিপু সুলতান, ঢাকা::পুরো জেলা বিএনপির রাজনীতি এখন তীব্র অভ্যন্তরীণ সংকটে নিমজ্জিত। দলের দীর্ঘদিনের ত্যাগী ওRead More
গাজীপুর সদরে দুুই শতাধিক আদিবাসী ক্ষুদ্র নৃ গোষ্ঠি যোগ দিলেন বিএনপিতে
হারুন-অর-রশিদ-গাজীপুর:: গাজীপুরে সদর উপজেলায় বিএনপিতে যোগ দিয়েছেন কোচ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই শতাধিক নারী ও পুরুষ।Read More

