ত্রিশালে আওয়ামীলীগ মনোনীত এমপি প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মতবিনিময় সভা
ইপেপার / প্রিন্ট
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালের আওয়ামীলীগ মনোনীত এমপি প্রার্থী ও বর্তমান এমপি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানীকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ ডিসেম্বর) বিকালে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ত্রিশাল উপজেলা শাখার উদ্দ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন ত্রিশাল শাখার আহ্বায়ক নাজমুল হাসান জীবনের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক সজীবুল ইসলাম সজীবের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ত্রিশালের মাননীয় সাংসদ হাফেজ রুহুল আমিন মাদানি সাহেবের সুযোগ্য সন্তান হোসাইন প্রিন্স ও উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও দলে দলে আওয়ামীলীগের নেতৃবৃন্দরা অনুষ্ঠানে যুক্ত হন। তারা নৌকা বিজয়ে বিভিন্ন স্লোগান দেন।
অনুষ্ঠানের সভাপতি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ত্রিশাল উপজেলা শাখার আহ্বায়ক নাজমুল হাসান জীবন বলেন,আপনারা যারা দূর দূরান্ত থেকে এই মতবিনিময় সভা সফল করার জন্য এসেছেন সকলকে ধন্যবাদ। যারা আওয়ামীলীগ সমর্থন করেন তারা নৌকার বাইরে যেতে পারেন না। ৭ জানুয়ারি আমাদের প্রিয় নেতা হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী কে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।
উপস্থিত বক্তারা বলেন,আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী সাহেব ত্রিশালের অভূতপূর্ব উন্নয়নের কারণে নেত্রী আবারো উনাকে নৌকা মনোনয়ন দিয়েছেন। তাই ত্রিশালের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো রুহুল আমিন মাদানীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান বক্তারা। এছাড়াও নৌকার বিজয়ের লক্ষ্যে বঙ্গবন্ধু ফাউন্ডেশন তৃণমূল পর্যায়ে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা।
Related News
মে মাসের শুরুতেই হতে পারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়- আবহাওয়া অফিস
জনতার নিঃশ্বাস প্রতিবেদক::অসহনীয় দাবদাহের মধ্যেই কিছুটা সুখবর দিলো আবহাওয়া অফিস। জানা গেছে, মে মাসের শুরুতেইRead More
আমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে ত্রিশাল উপজেলা ভাইস-চেয়ারম্যান হুমায়ূন আকন্দের শোক
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২ নংআমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে শোকRead More

