পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হানিফ আকন্দ
ইপেপার / প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক:: রমজান মাসকে রাসুল (সাঃ) কোঁচড় ভরে গ্রহণ করতেন। মিনতি করে মহান রবের সমীপে কাঁন্নাকাটি-রোনাজারি করতেন। নবী করিম (সাঃ) রমজানে দোয়া কবুলের ঘোষণা দিয়ে বলেছেন, ‘ইফতারের সময় রোজাদারের দোয়া কবুল হয়। মহান আল্লাহ তা’য়ালা বলেন, হে মুমিনগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেভাবে ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর।’ -সূরা বাকারা, ১৮৩ আয়াত। বছর ঘুরে আবারও এলো সিয়াম সাধনার মাস। পবিত্র মাহে রমজান উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকা ও দৈনিক মুক্ত কাগজের ত্রিশাল প্রতিনিধি সাংবাদিক হানিফ আকন্দ। শুভেচ্ছা বার্তায় সাংবাদিক হানিফ আকন্দ বলেন, রমজান মাসের আগমনে মুসলিমগণ আনন্দ প্রকাশ করে থাকেন। আনন্দ প্রকাশ করাই স্বাভাবিক স্বতঃস্ফূর্ততা। এটা আল্লাহর অনুগ্রহ ও তাঁর দয়ায়। সুতরাং, এতে তারা আনন্দিত হোক। তারা যা সঞ্চয় করে এটা তার চেয়ে উত্তম। -সূরা ইউনুস : ৫৮ পার্থিব কোন সম্পদের সাথে আল্লাহর এ অনুগ্রহের তুলনা চলে না। করা হলে, তা হবে এক ধরনের অবাস্তব কল্পনা। যখন রমজানের আগমন হত তখন নবীজি (সাঃ) সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অতিশয় আনন্দিত হতেন, তার সাহাবাদের বলতেন। তোমাদের দ্বারে বরকতময় মাস রমজান এসেছে। এরপর তিনি এ মাসের কিছু ফজিলত বর্ণনা করে বলতেন, মহান আল্লাহ তা’য়ালা তোমাদের জন্য সিয়াম পালন ফরজ করেছেন। এ মাসে আকাশের দ্বারসমূহ খুলে দেয়া হয়। বন্ধ করে দেয়া হয় জাহান্নামের দরজাগুলো। অভিশপ্ত শয়তানকে বন্দি করা হয়। এ মাসে রয়েছে একটি রাত যা হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ। যে ব্যক্তি এর কল্যাণ থেকে বঞ্চিত হলো সে মূলত সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো তিনি আরও বলেন, সা’আদ (রঃ) থেকে বর্নিত আছে যে। রাসূল (সাঃ) আলাইহি অসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, জান্নাতে একটি দরজা আছে যার নাম রাইয়ান। কিয়ামত দিবসে সেখান দিয়ে সিয়াম পালনকারী প্রবেশ করবে। সে দরজা দিয়ে অন্য কেহ্ প্রবেশ করবে না। বলা হবে: সিয়াম পলনকারী কোথায়? তারা দাঁড়াবে, তারা ছাড়া আর কেহ্ প্রবেশ করবে না। তারা প্রবেশ করার পর দরজা বন্ধ করে দেয়া হবে। আর কেহ্ সে স্থান দিয়ে প্রবেশ করবে না। -বুখারী মুসলিম, ১৮৯৬ পবিত্র মাহে রমজান উপলক্ষে সকলকে জানাই পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা।
Related News
বিএনপির প্রার্থী ঘোষণা: নাটোরে দলীয় রাজনীতিতে বিভক্তি
টিপু সুলতান, ঢাকা::পুরো জেলা বিএনপির রাজনীতি এখন তীব্র অভ্যন্তরীণ সংকটে নিমজ্জিত। দলের দীর্ঘদিনের ত্যাগী ওRead More
গাজীপুর সদরে দুুই শতাধিক আদিবাসী ক্ষুদ্র নৃ গোষ্ঠি যোগ দিলেন বিএনপিতে
হারুন-অর-রশিদ-গাজীপুর:: গাজীপুরে সদর উপজেলায় বিএনপিতে যোগ দিয়েছেন কোচ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই শতাধিক নারী ও পুরুষ।Read More

