ত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালন


হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: অধিকার, সমতা, ক্ষমতায়ন – নারী ও কন্যার উন্নয়ন’ এ শ্লোগানকে সামনে রেখে এবং বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।কর্মসূচির মধ্যে ছিল র্যালি,আলোচনা সভা ও ক্ষুদ্র ঋণের চেক বিতরণ। শনিবার (৮মার্চ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারীর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানার সঞ্চালনায় দিবসটির গুরুত্ব ও তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর কবির অনিক,পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোনা সভা শেষে ১৪ জন নারীকে আত্মকর্মসংস্থানের জন্য ২৫ হাজার টাকার ক্ষুদ্রঋণের চেক বিতরণ করা হয়। আলোচনা সভায় বক্তারা নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। নারীদের শিক্ষা, অর্থনৈতিক মুক্তি, সহিংসতা প্রতিরোধ, কর্মক্ষেত্রে সমঅধিকার এবং নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
Related News

নজরুল বিশ্ববিদ্যালয়ে কলা ভবনের উদ্বোধন
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত কলা ভবনেরRead More

শ্রীপুরে কলাবাগানে অজ্ঞাত পরিচয়ের লাশের রহস্য উদ্ঘাটন করলো পুলিশ
হারুন-অর-রশিদ,গাজীপুর:: গাজীপুরের শ্রীপুরে গড়গড়িয়া মাস্টার এলাকায় থেকে গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে শ্রীপুরRead More