সারা দেশের মতো ভালুকায় এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি
ইপেপার / প্রিন্ট
মোস্তাফিজুর রহমান(কাইয়ূম) ভালুকা প্রতিনিধি:: ২০ শতাংশ হারে বাড়িভাড়াসহ তিন দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও আটকের প্রতিবাদে সোমবার (১৩ অক্টোবর) সারা দেশে এমপিভুক্ত শিক্ষকদের কর্মবিরতি পালিত হয়েছে। সারাদেশের মতো ময়মনসিংহের ভালুকায়ও এমপিওভুক্ত শিক্ষকরা এই কর্মবিরতি পালন করেন।রবিবার (১২ অক্টোবর) ভালুকায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ঘুরে এমন চিত্র দেখা যায়। একাধিক শিক্ষকদের সাথে কথা বললে তারা জানান,গতকাল শিক্ষকদের ওপর যে হামলা করা হয়েছে, তা ন্যাক্কারজনক ঘটনা। এই সরকারের কাছ থেকে এটি আশা করিনি।আমাদের পাঁচ সহযোদ্ধা শিক্ষককে পিটিয়ে আহত করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবির তিনটি বিষয় নিয়ে কোনও প্রজ্ঞাপন না হবে, ততক্ষণ আমাদের কর্মসূচি চলবে।কর্মবিরতিতে অংশ নেওয়া শিক্ষকরা আরো বলেন, যতক্ষণ প্রজ্ঞাপন জারি না হয় ততক্ষণ আমরা কর্মসূচি থেকে সরে আসবো না। বাংলাদেশের বিভিন্ন জেলার শিক্ষকরা এই কর্মবিরতি কর্মসূচিতে পালন করেছেন।কর্মবিরতি কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা জানান, সকাল থেকেই ক্লাস নেননি অনেক শিক্ষকরা। তারা প্রতিষ্ঠানে হাজির হলেও ক্লাসসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত আছেন। এর আগে রবিবার (১২ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার (১৩ অক্টোবর) থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়। রবিবার (১২ অক্টোবর) বেলা ২টার দিকে রাজধানীর প্রেসক্লাব এলাকায় শিক্ষকদের পুলিশ ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করে।এরপর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন তারা।শিক্ষকরা কেন্দ্রীয় শহিদ মিনারে আজ সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু হয়। অন্যদিকে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষককরা কর্মবিরতি পালন করছেন।
Related News
মতলব উত্তরে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
মোঃ মাহফুজ আলম,মতলব উত্তর প্রতিনিধি::কুমিল্লার মতলব উত্তরে নিরাপদ সড়ক চাই দিবস উপলক্ষে র্যালী ও আলোচনাRead More
গফরগাঁওয়ে বিট পুলিশিং, উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
আরিফুল ইসলাম, ব্যুরো চীফ (ময়মনসিংহ):: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১নং রসুলপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯নংRead More

