দূর্গা পূজাকে সামনে রেখে বাসন থানা পুলিশের মতবিনিময় সভা


রীনা আক্তার,গাজীপুর:: আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুনিশ্চিত করতে বাসন থানা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(২১ সেপ্টেম্বর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাগর সৈকত কনভেনশন হলে এ সভার আয়োজন করেন বাসন মেট্টো থানা পুলিশ। আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় ও আলোচনা সভায় বাসন থানার ওসি মো. শাহীন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএমপির উপ পুলিশ কনিশনার অপরাধ উত্তর বিভাগ রবিউল হাসান । এতে পুলিশ কর্মকর্তারা বলেন, “দুর্গাপূজা কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে কিংবা গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে গাজীপুর মেট্টো পলিটন পুলিশ সতর্ক রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রোধে সাইবার ক্রাইম মনিটরিং সেলের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তারা আরও জানান, পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতামত গ্রহণ করা হয় এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। একইসঙ্গে প্রাক-পূজা, পূজা চলাকালীন এবং পূজা-পরবর্তী সময়েও নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকেও সহযোগিতার আহ্বান জানানো হয়। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ট্রাফিক ও গোয়েন্দা শাখার কর্মকর্তারা, এবং পূজা উদযাপন ফ্রন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Related News

মোক্ষপুরে জামায়াতের কেন্দ্র কমিটির সদস্যদের সমন্বয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১১নং মোক্ষপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র কমিটির সদস্যদেরRead More

জয়চন্ডী বাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা রাজু
নিজস্ব প্রতিবেদক:: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দূর্গা পূজা মানেই ঢাকের আওয়াজ, প্যান্ডেলের হৈহুল্লোড়,Read More