শিরোনাম
মোক্ষপুরে জামায়াতের কেন্দ্র কমিটির সদস্যদের সমন্বয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিতজয়চন্ডী বাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা রাজুদূর্গা পূজাকে সামনে রেখে বাসন থানা পুলিশের মতবিনিময় সভাহাজারো মানুষের দূর্ভোগের কারণ গুপ্তবৃন্দাবন রাস্তা: দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দেরভোটারদের মন কাড়ছেন এমপি প্রার্থী বিশ্ব কারী মাওলানা হাবিবুল্লাহ বেলালীদুই রায়হানকে দায়িত্ব দিয়ে শ্রীপুরে এনসিপি’র নতুন সমন্বয় কমিটিশিক্ষক আবশ্যকবিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা এনামুল হকের শুভেচ্ছা বার্তাবিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন যুবদল নেতা মো. মাহাবুল মেম্বারবিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি নেতা আনিছুর রহমানের শুভেচ্ছাবিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আলহাজ্ব এম আর খায়রুলনজরুল বিশ্ববিদ্যালয়ে কবি নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালনত্রিশালের এসিল্যান্ড মাহবুবুর রহমানের প্রশংসনীয় উদ্যোগ ভূমি সেবায় দায়িত্বশীলতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্তবিএনপির দুঃসময়ের কান্ডারী শাহাব উদ্দিনকেই চায় তৃণমূলের নেতাকর্মীরাজয়দেবপুর থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিতভালুকা সড়ক দুর্ঘটনায় নিহত ১আহত ৫ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনপ্রেমের নামে প্রতারণা করে প্রবাসী যুবকের ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে!খালেদা জিয়ার জন্মদিনে গাজীপুর সদর উপজেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিলগফরগাঁওয়ে ন্যায্য দামে বিমানের টিকিট প্রাপ্তির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান জনি এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস
.
Main Menu

হাজারো মানুষের দূর্ভোগের কারণ গুপ্তবৃন্দাবন রাস্তা: দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার জনগুরুত্বপূর্ণ সড়কের মধ্যে অন্যতম একটি সড়ক সাইনবোর্ড থেকে ভায়া কাশিগঞ্জের বাজার, শিবগঞ্জ জিসি সড়ক। প্রায় ৮০০ মিটার রাস্তাটির পুরো অংশজুড়ে এই সড়কের বেহাল দশা। (আইডি নং ৩৬১৯৪২০০৪) সড়কের অবশিষ্ট ৮০০ মিটার (চেইনেজ ৭২০০-৮০০০ মিঃ) । সড়কের অধিকাংশই খানাখন্দ আর বড় গর্তে ভরা।সড়কটি এখন সাধারণ মানুষের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। জনভোগান্তিতে শীর্ষে এই সড়ক। সড়ক সংস্কার না হবার কারণে দীর্ঘদিন ধরেই নাজেহাল অবস্থা এই অঞ্চলের মানুষের। সড়কটি নির্মাণ করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সামান্য বৃষ্টি হলেই গর্তে পানি জমে যায়। প্রায় প্রতিদিনই ঘটছে ছোটবড় নানা দুর্ঘটনা। এতে করে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারী, যাত্রীসাধারণসহ পরিবহন চালকদের। সড়কটি সংস্কারে অনিয়ম-দুর্নীতির কারণে সড়কটি কাজে আসেনি বলে অভিযোগ স্থানীয়দের। তারা দ্রুত টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন। সরেজমিনে দেখা যায়, ত্রিশালের ১২ নং আমিরাবাড়ী ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বয়ে যাওয়া গুপ্ত বৃন্দাবন রাস্তাটি অবস্থা খুবই বেহাল। স্কুল ও কলেজসহ অসংখ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষার্থী, শিক্ষক, সরকারি চাকুরীজীবি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন চলাচল করেন, এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম। এই সড়কে ট্রাক, ট্রাক্টর, অটোভ্যান, ব্যাটারী চালিত অটোরিকশা, সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার, মাইক্রোবাস প্রতিনিয়ত চলা-চল করলেও অনেক যানবাহন ইতোমধ্যেই কমে গেছে। ফলে যানবাহনের উপর নির্ভরশীল কলেজ, স্কুল ও মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছাত্রী শিক্ষার্থী শিক্ষক, ব্যবসায়ীসহ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বয়স্ক মানুষ, অসুস্থ রোগী ও ডেলিভারি মহিলাদেরকে উপজেলা হাসপাতালে নেয়ার আগেই, রাস্তায় বেশিরভাগ রোগী গুরুতর অসুস্থ হয়ে যায়। রাস্তাটি সংস্কার কাজে নানা অনিয়ম হওয়ায় বর্তমানে কোথাও কোথাও পাকার চিহ্ন খুঁজে পাওয়া যায়না। প্রায় ৮০০ মিটার সড়কজুড়ে কার্পেটিং উঠে ভেঙে গিয়ে বড়-বড় গর্তের সৃষ্টি হয়েছে। একেকটা গর্ত মরণফাঁদে পরিণত হয়েছে। ৮০০ মিটারের রাস্তার মাঝে সাইনবোর্ড, হইতে কাশিগঞ্জ, বাজার হয়ে চড়কিবাড়ি, মোর হয়ে সোজা গুপ্ত বিন্দাবন রাস্তাটির উপর দিয়ে বয়ে গেছেন শিবগঞ্জ। ৯৬ নং বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গুপ্ত বৃন্দাবন রাস্তাটি ৮১০ মিটার রাস্তা ব্রিটিশ আমল থেকেই কাঁচা।এতে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই রাস্তা খানা-খন্দে পানিতে ভরে যায়। কাঁদামাটি-পানি অতিক্রম করে যানবাহন চলাচল করতে হয়। লাখো মানুষ নানান প্রতিকুলতা আর জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে এ সড়কে। অসংখ্য খানা-খন্দক সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। রাস্তা খারাপ হওয়ায় ঘটছে নানা দুর্ঘটনা। চরম বিপাকে পড়েছেন এলাকাবাসী,  পোহাতে হচ্ছে দুর্ভোগ। পায়ে হেঁটে হোক আর যানবাহনে, এই পথ পাড়ি দিতে হলেই পোহাতে হচ্ছে দুর্ভোগ। বর্তমানে এই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অথচ, এলাকাবাসীর দুর্ভোগ কমাতে এগিয়ে আসছে না স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। স্থানীয় একজন পথচারী বলেন- সাইনবোর্ড থেকে শিবগঞ্জের বাজার সড়কের বেহাল অবস্থা, একদিন এই সড়ক দিয়ে গেলে শরীর ব্যথার ঔষধ খেতে হয়। দ্রুত সংস্কার করা হলে জনসাধারণ অনেক উপকৃত হবে। আরেক জন গাড়ি চালক বলেন- বিভিন্ন কাজে ত্রিশাল যেতে হলে, শিবগঞ্জের বাজার থেকে কাশিগঞ্জ বাজার হয়ে, সাইনবোর্ড সড়ক দিয়ে যেতে হয় ত্রিশালে। বৃষ্টি হলে বড় বড় গর্তে পানি জমে সড়ক সাগরে পরিণত হয়।মানুষের খুবই দুর্ভোগ হয়।এমতাবস্থায় স্থানীয় এলাকাবাসী সড়কটির সংস্কার করণের জন্য জোর দাবি জানিয়েছেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র নিকট।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *