ভালুকা সড়ক দুর্ঘটনায় নিহত ১আহত ৫


মোস্তাফিজুর রহমান কাইয়ূম, ভালুকা প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশার পেছনে কাভার্ড ভ্যান ও প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশা যাত্রী মো. আনসার আলী (৭০) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরো ৫ যাত্রী। তাদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর উত্তর বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউটার্নে ওই ঘটনাটি ঘটে। এসময় উপজেলার হবিরবাড়ি উইনিয়নের বড়চালার গ্রামের মুনসুর আলীর ছেলে মো. আনসার আলী নিহত হন। হাইওয়ে পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই স্থানে ঢাকাগামী লেন থেকে ময়মনসিংহগামী লেনে যাওয়ার জন্য অপেক্ষা করছিল একটি অটোরিকশা এবং একটি প্রাইভেটকার। ওই সময় পেছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান প্রাইভেট কারের পেছনে ধাক্কা দেয়। পরে প্রাইভেট কারের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশাতে থাকা এক যাত্রী নিহত ও অপর ৫ জন আহত হন। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, সিডস্টোর বাজার এলাকায় দুর্ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
Related News

ভোটারদের মন কাড়ছেন এমপি প্রার্থী বিশ্ব কারী মাওলানা হাবিবুল্লাহ বেলালী
আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: দুয়ারে কড়া নাড়ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়েRead More

দুই রায়হানকে দায়িত্ব দিয়ে শ্রীপুরে এনসিপি’র নতুন সমন্বয় কমিটি
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: আবু রায়হান মিসবাহকে প্রধান সমন্বয়কারী ও মো. রফিকুল ইসলাম রায়হানকে যুগ্ম সমন্বয়কারীরRead More