তীব্র তাপদাহ তৃষ্ণার্তদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)
ইপেপার / প্রিন্ট
নাজিবুল বাশার , টাঙ্গাইল সংবাদদাতা ::সারা বাংলাদেশ জুড়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। সেই লক্ষে সাউথ এশিয়া রেডিও ক্লাবের উদ্যোগে দিন মুজুরীদের পানি ও স্যালাইন বিতরণ করেছে।
২৯ এপ্রিল সোমবার দুপুরে এ আয়োজন করে। এ আয়োজনে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার শাখার সভাপতি সুব্রত কর্মকার ও বিশেষ পরিকল্পনাকারী সোলামান হোসেন, নরিল্যা কলেজ প্রভাষক আ. হাকিম, ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক নাজিবুল বাশার, সাউথ এশিয়া রেডিও এর সদস্য মাসুদ রানা, ছোয়া আলিফ তাজ, তমাল আহামেদ, হাসান মাহমুদ প্রান্ত, মনির হোসেন, সেলিম তালুকদার, নাঈম আহমেদ, শাহরিয়ার রাফি প্রমুখ।
এ আয়োজেন দিন মুজুরী শ্রমিকেরা পানীয় উপহার হাতে পেয়ে অনেক খুশি এবং উপহার গ্রহণে করে দোয়া করেন।
Related News
ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উৎযাপিত
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ত্রিশাল বাসস্ট্যান্ডে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের পক্ষRead More
ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় র্যালি
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ৯ ডিসেম্বর ময়মনসিংহের ত্রিশাল মুক্ত দিবস। দেশমাতৃকাকে রক্ষা করতে মুক্তিকামী দামাল ছেলেরাRead More

