গাজীপুর সদরে দুুই শতাধিক আদিবাসী ক্ষুদ্র নৃ গোষ্ঠি যোগ দিলেন বিএনপিতে
ইপেপার / প্রিন্ট
হারুন-অর-রশিদ-গাজীপুর:: গাজীপুরে সদর উপজেলায় বিএনপিতে যোগ দিয়েছেন কোচ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই শতাধিক নারী ও পুরুষ। এসময় বিএনপি নেতাকর্মীরা তাদের ফুলেল শুভেচ্ছা জানান। সোমবার (৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলার নৌলাপাড়ার জেসন গেইট এলাকায় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু প্রধান অতিথি থেকে তাদের ফুল দিয়ে বিএনপিতে স্বাগত জানান। ডা. রফিকুল বলেন, স্বাধীনতার পর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর আওয়ামী ফ্যাসিবাদরাই কিন্তু নির্যাতন করেছে। আপনারা বিএনপিকে নিরাপদ দল মনে করবেন। আগামীতে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে এ সরকারই হবে আপনাদের জন্য নিরাপদ। বিএনপি এমন একটি দল যেখানে দলে সবাই থাকতে পারে। হিন্দু, মুসলমান, খ্রিষ্টান, বৌদ্ধসহ সবাই একসঙ্গে থাকতে পারে। সবাই আমরা বাংলাদেশি, সবার নিরাপদ আশ্রয়স্থল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ আমরা চাই। যে বাংলাদেশে আইনের শাসন থাকবে, গণতন্ত্র থাকবে। মানুষের সামাজিক ন্যায়বিচার নিশ্চিত হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকদের উদ্দেশে রফিকুল ইসলাম বাচ্চু বলেন, খালেদা জিয়া আদিবাসীদের কল্যাণে কাজ করেছেন। আগামীর নেতা তারেক রহমানও আপনাদের জন্য কাজ করতে প্রতিশ্রুতি দিয়েছেন।তারেক রহমান ঘোষিত ৩১দফার মাঝেও দাবিগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। অতীতে আপনাদের ওপর বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। সরকারি জমি দখল করে বহু রিসোর্ট ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। সেখানে উচ্ছেদ করতে পারে না। তারা এদেশের নাগরিক, তারা কোথায় যাবে? গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রূপচান বর্মন ও ভাওয়াল কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিপন আহমেদ আমিরের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জয়নাল আবেদীন রিজভী। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক মুসল্লী,গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাতেন বিএসসি,ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাহাব উদ্দিন,গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী শহীদুল্লাহ্, মিজানুর রহমান খোকন,ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান,সাধারণ সম্পাদক নুরুল আমিন মাস্টার,সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তোফাজ্জল হোসেন শেখ,শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হান্নান,সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবু সাইম মোল্লা,যুবদল নেতা ইঞ্জিনিয়ার ইমরান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক খাইরুল ইসলাম প্রমুখ। আদিবাসীদের পক্ষে উপস্থিত থেকে তাদের দাবি দাওয়া নিয়ে বক্তব্য দেন অবিনেষ চন্দ্র বর্মন, নারায়ণ চন্দ্র বর্মন, সুভাস চন্দ্র বর্মন, সম্মিলিত আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক দিপক কোচ প্রমুখ। এসময় আদিবাসী সম্প্রদায়ের লোকজন তাদের সার্বিক নিরাপত্তার জন্য বিএনপি নেতৃবৃন্দের কাছে দাবিও জানান।
Related News
গাজীপুর সদরে দুুই শতাধিক আদিবাসী ক্ষুদ্র নৃ গোষ্ঠি যোগ দিলেন বিএনপিতে
হারুন-অর-রশিদ-গাজীপুর:: গাজীপুরে সদর উপজেলায় বিএনপিতে যোগ দিয়েছেন কোচ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই শতাধিক নারী ও পুরুষ।Read More
ত্রিশালে সড়কের বেহাল দশার কারণে দূর্ভোগে মসজিদ ও মাদ্রাসা শিক্ষার্থীরা
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালের টানবড়গাঁওয়ে অবস্থিত দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসা শিক্ষার্থীরা সড়কের বেহালRead More

