নামজারীর নামে অর্থ আত্মসাতের অভিযোগ
ইপেপার / প্রিন্ট
গাজীপুর প্রতিনিধি:: নামজারী করে দেয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে রাজাবাড়ী ইউনিয়নের নালিয়ারটেকি গ্রামের বিল্লাল হোসেন পলানের ছেলে সাদ্দাম হোসেনের (সজীব পলান) বিরুদ্ধে। বুধবার (২১ মে) ভুক্তভোগী বগুরা জেলার গাবতলী থানার হাতিবান্দা গ্রামের মোজাফফর হোসেনের ছেলে (এ/পি সাং- রাজাবাড়ী) সামসুর রহমান শ্রীপুর থানায় এ অভিযোগটি করেন। অভিযোগ সূত্রে জানা যায়, রাজাবাড়ী ইউনিয়নের নালিয়ারটেকি গ্রামের সাদ্দাম হোসেন ও ভুক্তভোগীর মেয়ে মৌসুমীর সহপাঠী এবং পূর্ব পরিচিত। মৌসুমীর মাধ্যমে তিনি জানতে পারেন এবং নিজ ভোগ দখলীকৃত জমির নামজারীর বিষয়ে আলোচনা করিলে সাদ্দাম হোসেন জানায় ২৫ হাজার টাকা এবং ১৫ দিন সময় দিলে সে কাজটি করে দিতে পারবে। ভুক্তভোগী সরল বিশ্বাসে তার দখলীয় জমির নাজজারি করার জন্য দুই বারে ১০ ও ১৫ হাজার টাকা করে সর্বমোট ২৫ হাজার টাকা খরচ দিলেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও কথা মতো কাজ করে দেয়নি নালিয়ারটেকি গ্রামের সবজী পলান( ৪০), টাকাও ফেরত দিতেছেন না। বর্তমানে টাকা ও নামজারীর ব্যাপারে জিজ্ঞেস করলে নানান তালবাহানামূলক কথাবার্তা বলে গুড়াইতেছেন। পরে স্থানীয় গন্যমান্যদের অবহিত করে গত ৫মে বিকাল অনুমান ৪টায় দিকে সাদ্দামের কাছে পাওনাকৃত ২৫ হাজার টাকা ফেরত চাইলে কোন টাকা ফেরত দিবেনা বলে অস্বীকার করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে সামসুর রহমানকে তারিয়ে দেয়।ভুক্তভোগী জানায়, সবজী পলান উরফে সাদ্দাম হোসেন দীর্ঘ দিন ধরে আমার টাকা আত্মসাৎ করার পায়তারা করিতেছে। তাই নিরুপায় হয়ে পাওনাকৃত টাকা উদ্ধারসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ করি। এব্যাপারে সাদ্দাম হোসেনের কাছে বক্তব্য জানতে চাইলে তিনি প্রতিবেদকের সাথে অসৌজন্যমূলক আচরণসহ “টাকার বিষয়টি অস্বীকার করেন এবং বলেন আমি কোন টাকা নেইনি। কোন প্রমাণ দিতে পারলে টাকা দিয়ে দিবো।” শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বারিক জানান, “অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Related News
ত্রিশালে নবনিযুক্ত ইউএনওকে উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন আরাফাত সিদ্দিকী। সোমবারRead More
নজরুল বিশ্ববিদ্যালয়ে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেরRead More

