ত্রিশালে গ্রাম আদালত বিষয়ক দ্বিতীয় দিনের প্রথম পর্ব প্রশিক্ষণ শুরু


হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ে দ্বিতীয় দিনের প্রথম পর্ব প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২১ মে) সকাল থেকে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হলে শুরু হওয়া এই প্রশিক্ষণ। জানা গেছে, স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন “বাংলাদেশে গ্রাম আদালত প্রকল্পের অংশ হিসেবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণকালে উপস্থিত ছিলেন সভাপতি ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী, ত্রিশাল উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান, ত্রিশাল অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ, ত্রিশাল থানা।সঞ্চালয়ে ছিলেন মোঃ রাশেদুল ইসলাম ও আনোয়ারা বেগম, গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক ত্রিশাল উপজেলা।অন্যান্যরা প্রশিক্ষণে ত্রিশাল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ প্রশিক্ষণ গ্রহণ করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পরিষদ সদস্যদের গ্রাম আদালত পরিচালনায় দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিচার ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
Related News

কনস্টেবলকে স্যার ডেকে জয়দেবপুর থানায় আটক ভুয়া মহিলা পুলিশ!
হারুন-অর-রশিদ,গাজীপুর:: গাজীপুরের জয়দেবপুর থানায় ছদ্মবেশে প্রবেশের সময় পুলিশের পোশাক পরিহিত এক ভুয়া নারী পুলিশকে আটকRead More

ত্রিশালে আকাশমনি ও ইউক্যালিপটাসের ৭ হাজার চারা বিনষ্ট করলেন ইউএনও
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: পরিবেশ, পানির স্তর ও জীববৈচিত্রের উপর ক্ষতিকর প্রভাব ফেলার কারনে ময়মনসিংহের ত্রিশালেRead More