ভৈরবের সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান ফারুক অসুস্থ হয়ে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন
ইপেপার / প্রিন্ট
মোঃ ছাবির উদ্দিন রাজু, বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ ভৈরবের সিনিয়র সাংবাদিক ও যুগান্তর এর ভৈরব প্রতিনিধি আসাদুজ্জামান ফারুক গুরুতর অসুস্থ হয়ে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ২১ মার্চ মঙ্গলবার রাতে তিনি নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে রাতেই দ্রুত স্থানীয় আলশেফা হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে ডাক্তারগন জানান। পরে কর্তব্যরত ডাক্তারের পরামর্শে ঐ দিন মঙ্গলবার রাতেই তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পারিবারিক সুত্রে জানা যায়, হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ৭ তলার ৩৪ নং কেবিনে প্রফেসার নুর আলম এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে ভর্তির পর তার শরীরের বিভিন্ন পরীক্ষ-নিরীক্ষাসহ যথাযথ চিকিৎসা চলছে। প্রফেসার নুর আলম এ প্রতিনিধিকে জানান, সাংবাদিক ফারুকের অবস্থা আগের চেয়ে ভাল আছে। তার চিকিৎসা চলছে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। আশা করছি তিনি শীঘ্রই সুস্থু হয়ে উঠবেন। তাকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে বলে তিনি জানান। সাংবাদিক ফারুক তার শরীরের সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। যুগান্তর সম্পাদক সাইফুল আলম, মফস্বল সম্পাদক নাঈমুল করিমসহ বার্তা বিভাগের সকল সাংবাদিক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ,দেশবাসীর নিকট সাংবাদিক আসাদুজ্জামান ফারুকের সুস্থতা ও দোয়া কমনা করেছেন।
Related News
গাজীপুর সদরে দুুই শতাধিক আদিবাসী ক্ষুদ্র নৃ গোষ্ঠি যোগ দিলেন বিএনপিতে
হারুন-অর-রশিদ-গাজীপুর:: গাজীপুরে সদর উপজেলায় বিএনপিতে যোগ দিয়েছেন কোচ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই শতাধিক নারী ও পুরুষ।Read More
ত্রিশালে সড়কের বেহাল দশার কারণে দূর্ভোগে মসজিদ ও মাদ্রাসা শিক্ষার্থীরা
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালের টানবড়গাঁওয়ে অবস্থিত দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসা শিক্ষার্থীরা সড়কের বেহালRead More

