গাজীপুরে খাল খনন,নতুন শিল্প স্থাপন ও ওভারপাসের প্রতিশ্রুতি তারেক রহমানের
ইপেপার / প্রিন্ট
হাফিজুর রহমান:: দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর গাজীপুরে নির্বাচনী সমাবেশে এসে খাল খনন,কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে নতুন শিল্প স্থাপন ও জয়দেবপুর রেলক্রসিং এর অসহনীয় যানজট নিরসনে ওভারপাস নির্মাণের প্রতিশ্রুতি দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী ময়দানে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। তারেক রহমানের জনসভাকে ঘিরে পুরো রাজবাড়ী ময়দানে বিএনপির নির্বাচনি ব্যানার-ফেস্টুনে ছেয়ে যায়। ময়দানের পশ্চিম প্রান্তে নির্মাণ করা হয় সুবিশাল মঞ্চ। সভাস্থলের নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা। গাজীপুর নতুন শিল্প করার পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি ফ্যামিলি কার্ড নিয়ে তারেক রহমান বলেন, “এই যে লক্ষ লক্ষ মা-বোন আছেন, তাদের জন্য আর একটা পরিকল্পনা গ্রহণ করেছি। যে মায়েরা খেটে খান, কষ্ট করেন, পরিশ্রম করেন, সেই মায়েদের জন্য আমরা দলমত নির্বিশেষে প্রত্যেক মায়ের জন্য একটি কার্ড দেব। সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড। এবং সেই কার্ডের মাধ্যমে প্রত্যেক মায়ের কাছে সরকারের কাছ থেকে একটু সহযোগিতা পৌঁছে দিতে চাই, যেন মাস শেষে তাদের কষ্ট কিছুটা কম হয়।” বিএনপি চেয়ারম্যান বলেন, “বহু মানুষ আছেন, বহু জায়গায় চাষবাস করেন। এই কৃষক ভাইদের আমরা সহযোগিতা করতে চাই। এজন্য আমরা কৃষক কার্ড তৈরি করেছি, সেই কার্ড মধ্যে আমরা কৃষকদের জন্য সহযোগিতা পৌঁছে দেব। এই যে গাজীপুর জেলার জন্য আমরা কতগুলো চিন্তা-ভাবনা করেছি, এই জায়গার মানুষের সমস্যার কথা চিন্তা করে। জয়দেবপুরের রেলক্রসিংয়ে একটা ওভারপাস নির্মাণ করব; যেটা নির্মাণ করলে আপনাদের বিআরটি প্রকল্পের জন্য সৃষ্ট অসহ্য যানজট দূর হয়ে যাবে, ইনশাআল্লাহ। এটা আমরা বাস্তবায়ন করব।“শুধু তাই নয়, আমাদের যারা নারী শ্রমিক আছেন, সব গার্মেন্টস ও শিল্প কারখানার তাদের বাচ্চারা যাতে ঠিকভাবে থাকে, ঠিকভাবে দেখাশোনা করতে পারে, সেজন্য আমরা কেয়ার সেন্টার বানানোর পরিকল্পনা নিয়েছি,। “আমরা আপনাদের সবার কাছে, মা-বোনদের কাছে, শিশুদের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকটি এলাকায় এলাকায় হেলথ কেয়ারার রাখতে চাই। যাতে করে বাচ্চারা আমার মায়েরা ঘরে থেকেই তারা চিকিৎসা সেবা পেতে পারেন। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গার্মেন্টস শিল্প বাংলাদেশ এনেছিলেন বলেও জানিয়ে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে; মা-বোনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে করা হয়েছে বলেও বক্তব্য দেন তিনি। ”এছাড়াও বিএনপি ক্ষমতায় গেলে নতুন শিল্প কারখানা গড়ে তোলে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এবং গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি এবং জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় ধারাবাহিকভাবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও গাজীপুর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, জমিয়াতে ইসলামের গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক মুফতি নাছির উদ্দিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. রফিকুল ইসলাম বাচ্চু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার, গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. মজিবুর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, গাজীপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লি, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন খান, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, সদর মেট্রো থানা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুস সালাম, হাসান আজমল ভুইয়া, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সবুজ, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুল, কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হুমায়ন কবির মাস্টার প্রমুখ।
Related News
চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন
হবিগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হবিগঞ্জ-৪ আসনের নির্বাচনী এলাকা চুনারুঘাটের আহম্মদাবাদRead More
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ৩৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন
শেখ মোঃ হুমায়ুন কবির, স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C), ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আগামী দুইRead More

