ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উৎযাপিত
ইপেপার / প্রিন্ট
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ত্রিশাল বাসস্ট্যান্ডে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। পরে বিভিন্ন রাজনৈতিক দল, উপজেলা প্রেসক্লাব ত্রিশালসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৮টায় সরকারি নজরুল একাডেমি মাঠে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান ও ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন। এ সময় বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। এরপর ত্রিশাল থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ শেষে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এদিকে বেলা ১১টায় উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ ত্রিশাল শাখার উদ্যোগে এক বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ত্রিশাল আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী আসাদুজ্জামান সোহেল, উপজেলা জামায়াতের আমির আ. ন. ম. আব্দুল্লাহ হিল বাকী নোমান, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান শামীম, পৌর জামায়াতের সেক্রেটারি আতিকুল ইসলাম মাস্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ। দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়।
Related News
ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উৎযাপিত
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ত্রিশাল বাসস্ট্যান্ডে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের পক্ষRead More
ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় র্যালি
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ৯ ডিসেম্বর ময়মনসিংহের ত্রিশাল মুক্ত দিবস। দেশমাতৃকাকে রক্ষা করতে মুক্তিকামী দামাল ছেলেরাRead More

