অনলাইন বিজনেস অর্থনীতির চালিকাশক্তি
ইপেপার / প্রিন্ট
শাহবাজ খান মাশফি, ঢাকা:: বর্তমান সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় অনলাইন বিজনেস একটি শক্তিশালী অর্থনৈতিক খাত হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে কিছু অসাধু ব্যক্তির কারণে অনলাইন ব্যবসায় প্রতারণার ঘটনাও মাঝে মাঝে দেখা যায়। এসব অনিয়ম দূর করে স্বচ্ছ ও নৈতিক অনলাইন ব্যবসা ব্যবস্থা গড়ে তুলতে পারলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ। ১৮ অক্টোবর রাজধানীর ডব্লিউবিএ মিলনায়তনে স্মার্ট উদ্যোক্তা ফোরামের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত “অনলাইন বিজনেসের গুরুত্ব” শীর্ষক আলোচনা সভা, “স্মার্ট বিজনেস ও সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড ২০২৫” বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামার আফজা লিজা, এবং সঞ্চালনা করেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা। অনুষ্ঠানের উদ্বোধন করেন গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য শিক্ষাবিদ প্রফেসর ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সেলিনা চৌধুরী, দৈনিক সংবাদ প্রতিদিন-এর নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খান মাকসুদ, রাজনৈতিক ও ব্যবসায়ী এস.এম আমানুল্লাহ, টি অ্যান্ড টি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সোহেল রানা, এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাহফুজা শিউলি। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন উদ্যোক্তা ও গুণীজনের হাতে সম্মাননা পদক তুলে দেন প্রধান অতিথি এম. নাজিম উদ্দিন আল আজাদ।
Related News
ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উৎযাপিত
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ত্রিশাল বাসস্ট্যান্ডে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের পক্ষRead More
ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় র্যালি
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ৯ ডিসেম্বর ময়মনসিংহের ত্রিশাল মুক্ত দিবস। দেশমাতৃকাকে রক্ষা করতে মুক্তিকামী দামাল ছেলেরাRead More

