বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আলহাজ্ব এম আর খায়রুল


আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক ১নং যুগ্ম আহবায়ক ও ১নং রসুলপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান, আলহাজ্ব এম আর খায়রুল। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।”তিনি আরও বলেন, “বর্তমান সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিএনপি আপসহীনভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিএনপি আবারও জনগণের আস্থা অর্জন করে দেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।” আলহাজ্ব এম আর খায়রুল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের সফলতা কামনা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি সকল নেতাকর্মীকে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন,ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জননেতা এবি সিদ্দিকুর রহমান এর নেতৃত্বে আমরা বিএনপি নেতৃবৃন্দ যেমন অতীতে রাজপথে সক্রিয় ছিলাম ভবিষতেও কাধে কাধ মিলিয়ে কাজ করে যাব ইনশাল্লাহ।
Related News

ভোটারদের মন কাড়ছেন এমপি প্রার্থী বিশ্ব কারী মাওলানা হাবিবুল্লাহ বেলালী
আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: দুয়ারে কড়া নাড়ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়েRead More

দুই রায়হানকে দায়িত্ব দিয়ে শ্রীপুরে এনসিপি’র নতুন সমন্বয় কমিটি
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: আবু রায়হান মিসবাহকে প্রধান সমন্বয়কারী ও মো. রফিকুল ইসলাম রায়হানকে যুগ্ম সমন্বয়কারীরRead More