খালেদা জিয়ার জন্মদিনে গাজীপুর সদর উপজেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল


জনতার নিঃশ্বাস প্রতিবেদন::গাজীপুর সদর উপজেলায় বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র ৮১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।শুক্রবার(১৫ আগস্ট) গাজীপুর সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ভবানীপুরে ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই আলোচনা সভা এবং সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। অনুষ্ঠানটি সঞ্চালনা করের গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক।এসময় বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী বলেন,অবৈধভাবে ক্ষমতায় থাকা স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দেশনেত্রীকে দীর্ঘদিন কারাবরণ, অবিচার ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। অসুস্থতা ও প্রতিকূল অবস্থার মধ্যেও তাঁর অদম্য মনোবল এবং গণতান্ত্রিক আদর্শে অটল অবস্থান লাখো কর্মী-সমর্থকের জন্য এক অবিরাম অনুপ্রেরণা। তাঁর নেতৃত্বেই দেশে আবারও জনগণের শাসন ও ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার চার দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিক নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রামের ইতিহাস তুলে ধরে বক্তব্য দেন বক্তারা।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সেলিম ভূঁইয়া, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন মাস্টার,ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম,সদস্য সচিব রফিকুল ইসলাম রবিন,সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবু সাইম মোল্লা,ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল হক মুকুল,যুবদল নেতা ইঞ্জিনিয়ার ইমরানসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে মোনাজাত শেষে সকলের মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়। এর আগে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভীর নেতৃত্বে আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মোটরসাইকেল শোডাউন করা হয়।
Related News

ভোটারদের মন কাড়ছেন এমপি প্রার্থী বিশ্ব কারী মাওলানা হাবিবুল্লাহ বেলালী
আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: দুয়ারে কড়া নাড়ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়েRead More

দুই রায়হানকে দায়িত্ব দিয়ে শ্রীপুরে এনসিপি’র নতুন সমন্বয় কমিটি
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: আবু রায়হান মিসবাহকে প্রধান সমন্বয়কারী ও মো. রফিকুল ইসলাম রায়হানকে যুগ্ম সমন্বয়কারীরRead More