গফরগাঁওয়ে ন্যায্য দামে বিমানের টিকিট প্রাপ্তির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান জনি এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস


আরিফুল ইসলাম, ব্যুরো চীফ-ময়মনসিংহ:: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে বিমানের টিকিট বিক্রির প্রতিষ্ঠান জনি এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস। গফরগাঁও উপজেলার মধ্যবাজার এলাকায় মো. শাহরিয়ার জনির গড়ে তোলা প্রতিষ্ঠান জনি এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস টি এখন বিদেশগামী মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে। এখানে দেয়া সেবা গুলো হলো,যেকোন দেশের যেকোন এয়ারলাইন্সে,বিমান টিকেট বুকিং,অভ্যন্তরিন ও আন্তর্জাতিক যে কোন এয়ারলাইন্সের টিকিটের তারিখ পরিবর্তন,ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স,বিমান টিকেট ওকে,ফিরতি টিকেট ওকে ভিসা চেক। এছাড়াও যেকোনো দেশের টিকেট চেক করা এবং ভিসা চেক করা একদম ফ্রিতেই করা হয় এখানে। ফোনের মাধ্যমেও সেবা নিতে পারবেন সকলেই। ফোন নাম্বার গুলো হলো 01717333388,01712734954, গফরগাঁও উপজেলার মধ্যবাজার এলাকায় গড়ে উঠা জনি এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস প্রতিষ্ঠানের কর্ণধার মো. শাহরিয়ার জনি বলেন, ব্যবসা নয় বরং এলাকার মানুষ জনকে সেবা প্রদানের উদ্দ্যেশ্যে গড়ে তুলেছি এই প্রতিষ্ঠান।প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে মানুষের সেবা প্রদান করে যাচ্ছি। দিন দিন প্রতিষ্ঠানটি সকলের নিকট নির্ভরযোগ্য হয়ে উঠেছে। প্রতিষ্ঠান পরিচালনায় তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগীতা চেয়েছেন।
Related News

ভোটারদের মন কাড়ছেন এমপি প্রার্থী বিশ্ব কারী মাওলানা হাবিবুল্লাহ বেলালী
আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: দুয়ারে কড়া নাড়ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়েRead More

দুই রায়হানকে দায়িত্ব দিয়ে শ্রীপুরে এনসিপি’র নতুন সমন্বয় কমিটি
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: আবু রায়হান মিসবাহকে প্রধান সমন্বয়কারী ও মো. রফিকুল ইসলাম রায়হানকে যুগ্ম সমন্বয়কারীরRead More