জমে উঠেছে গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন:দাবদাহ উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস প্রতিবেদক:: ঢাকার পার্শ্ববর্তী শিল্পাঞ্চল খ্যাত গাজীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন আগামী ৮ মে। অর্থাৎ চার ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৮ মে ভোটগ্রহণ হতে যাওয়া ১৫২ উপজেলা পরিষদ নির্বাচনের একটি উপজেলা হলো গাজীপুর সদর উপজেলা পরিষদ। এই উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন,ভাইস-চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা-ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গাজীপুর সদর উপজেলা ৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত। ইউনিয়ন গুলো হলো মির্জাপুর,পিরুজালী, ভাওয়ালগড় ও বাড়িয়া। তীব্র দাবদাহের কারণে যখন প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বেরোতে চাচ্ছে না, সেখানে তাপপ্রবাহ উপেক্ষা করে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা। সকাল থেকে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে চেয়ারম্যান এবং ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন।
তীব্র দাবদাহকে উপেক্ষা করে এরই মধ্যে যার যার মতো ভোটারদের আকৃষ্ট করতে দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। নিজেদের মতো দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও।প্রচণ্ড গরম উপেক্ষা করে এলাকায় চলছে সকল পদের প্রার্থীদের গণসংযোগ, মাইকিং। পোস্টারে ফেস্টুনের ছেয়ে গেছে এলাকা। চেয়ারম্যান পদে লড়ছেন ৫ জন প্রার্থী। এরা হলেন মোহাম্মদ আতিকুজ্জামান (মোটরসাইকেল), ইজাদুর রহমান মিলন (ঘোড়া), কফিলউদ্দিন (দোয়াত কলম), শফিকুল ইসলাম (কাপ পিরিচ) ও রীনা পারভীন (আনারস)। এদের মধ্যে ৪ জন আওয়ামীলীগের এবং ইজাদুর রহমান মিলন বিএনপি নেতা। যদিও নির্বাচনে অংশগ্রহণ করার কারণে তাকে দলের প্রাথমিক পদ থেকে শুরু করে সকল পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্র।
চেয়ারম্যান পদে ৫ প্রার্থী থাকলেও মূল লড়াই হতে পারে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেত্রী অ্যাডভোকেট রীনা পারভীন ও সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা ইজাদুর রহমান মিলনের সাথে। বৃহত্তর ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন ভেঙ্গে ৩ টি ইউনিয়ন করা হয়েছে। ইজাদুর রহমান সাবেক মির্জাপুর ইউনিয়নের দুই মেয়াদে চেয়ারম্যান এবং গাজীপুর সদর উপজেলায় একবার চেয়ারম্যান ছিলেন। বিএনপি থেকে বহিষ্কার করা হলেও তৃণমূল বিএনপির একটি অংশ তার পক্ষে কাজ করে যাচ্ছে। এছাড়াও দীর্ঘদিনের জনসম্পৃক্ততা এই নির্বাচনে কাজে লাগবে বলেও মনে করছেন স্থানীয়রা। বিএনপি ছাড়াও জাতীয় পার্টিসহ কয়েকটি দলের নেতাকর্মীরা তার পক্ষে প্রকাশ্যেই নির্বাচনী প্রচারণা করে যাচ্ছেন। এই নির্বাচনে ইজাদুর রহমান ছাড়া চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যানসহ অন্যান্য প্রায় সকল প্রার্থীরা আওয়ামীলীগ ঘরণার।
এছাড়া এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মধ্যে নাজমুল আলম জুয়েল (উড়োজাহাজ), মনজুরুল হক (তালা), আব্দুল লতিফ (বৈদ্যুতিক বাল্ব), বেলায়েত হোসেন (টিউবওয়েল), রাসেল রানা (মাইক) ও লিয়াকত আলী (টিয়াপাখি)। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে মৌসুমি রেজা বৃষ্টি (কলস), শিপনা ( হাঁস), শেখ মোকাম্মেল দীনা (প্রজাপতি) এবং হাসিনা সরকার (ফুটবল) প্রতীক পেয়েছেন। নির্বাচনী প্রচারে বেশ এগিয়ে আছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা সরকার। নির্বাচনে ৪টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি ভোটার ভাওয়ালগড় ইউনিয়নেই। ৮ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গাজীপুর সদর উপজেলার ১ লাখ ৩৪ হাজার ৫৩৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৭ হাজার ১০২ জন ও মহিলা ভোটার ৬৭ হাজার ৪৩৩ জন।
Related News
ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উৎযাপিত
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ত্রিশাল বাসস্ট্যান্ডে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের পক্ষRead More
ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় র্যালি
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ৯ ডিসেম্বর ময়মনসিংহের ত্রিশাল মুক্ত দিবস। দেশমাতৃকাকে রক্ষা করতে মুক্তিকামী দামাল ছেলেরাRead More

