ত্রিশালের মানুষ নৌকার পক্ষে ভোট দিয়ে মিথ্যাচার ও ষড়যন্ত্রের যোগ্য জবাব দিবে- মীর সালমা
ইপেপার / প্রিন্ট
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ত্রিশালের সাধারণ জনগণ ৭ জানুয়ারি নৌকার বিরুদ্ধে করা মিথ্যাচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে নৌকায় ভোট দিয়ে এর যোগ্য জবাব দিবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য ও ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মীর সালমা।
তার নিজ বাসভবনে এক জরুরী সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী। আমার বাবা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের উত্তরাধিকার হিসেবে আমি আওয়ামীলীগের রাজনীতি এবং প্রতিটি নৌকার নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও কাজ করে যাচ্ছি। সাংবাদিকরা লেখনির মাধ্যমে সত্য তুলে ধরবে বলে প্রত্যাশা করে তিনি বলেন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা সবাই বাংলাদেশ আওয়ামীলীগ ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ ভাবে নৌকা কে বিজয়ী করার জন্য কাজ করছি। কিন্তু ইতিমধ্যে নির্বাচন ঘিরে ষড়যন্ত্র কারীরা তৎপর হয়ে উঠেছে। স্বতন্ত্র প্রার্থী নামধারী বিএনপি জামায়াতের লোকদের সাহায্য নিয়ে ক্রমাগত মিথ্যাচার করে যাচ্ছে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।স্বতন্ত্র প্রার্থীর মিথ্যাচার ও উস্কানী থেকে দলীয় নেতাকর্মীদের সচেতন থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে। আপনাদের মাধ্যমে আওয়ামীলীগের সর্বস্তরের সমর্থক ও জনগণকে অনুরোধ করবো আপনারা এই ফাঁদে পা দিবেন না। আপনারা জানেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কে নির্দেশনা দিয়েছেন আমরা আমরা সে অনুযায়ী কাজ করে যাচ্ছি। সকল জনগণকে সাথে নিয়ে একটি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে আওয়ামীলীগ তথা নৌকাকে বিজয়ী করাই আমাদের লক্ষ্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজনের আদর্শের সৈনিক হিসাবে জননেত্রী শেখ হাসিনার ক্ষুধা দারিদ্র মুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা আজীবন কাজ করে যাব। কিন্তু বাংলাদেশ আওয়ামীলীগের এই অগ্রযাত্রা ঠেকাতে তৎপর ষড়যন্ত্রকারীরা এখনো অসভ্যতার সব সীমা ছাড়িয়ে গেছে। স্বতন্ত্র নামধারী প্রার্থী নৌকার বিরুদ্ধে অপপ্রচার আর মিথ্যাচার করেই ক্ষান্ত হয়নি সে এখন নৌকার নেতাকর্মীদের হয়রানী করে যাচ্ছে। বিশেষ করে নারী কর্মী সমর্থকদের হয়রানী,ভীতি প্রদর্শন ও উস্কানীমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি ত্রিশালের সকল মা বোন এবং ভোটারদের প্রতি অনুরোধ করবো আপনারা ভোটের মাধ্যমে এর যোগ্য জবাব দিন। আপনারা জানেন চিহ্নিত ষড়যন্ত্রকারীরা বরাবরের মতোই নির্বাচন ভীতি এবং মিথ্যাচার ও গুজব রটিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে। আমি আপনাদের মাধ্যমে ত্রিশালবাসীকে যেকোনো প্রকার আশঙ্কা কে ঝেড়ে ফেলে ভোট কেন্দ্রে এসে নিজের নাগরিক অধিকার প্রয়োগের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি এই কাজে বাংলাদেশ আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতাকর্মী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদে সক্রিয় থাকার দলীয় নির্দেশনা আছে। ত্রিশালবাসীকে বলতে চাই সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত ত্রিশাল গড়ার জন্য নৌকার বিকল্প নেই। এসব দৃর্বৃত্তায়নের রাজনীতিকে পরিহার করে শান্তিপূর্ণ ব্যবসাবান্ধব এবং শিল্পবান্ধব ত্রিশাল গড়াই আমাদের অঙ্গীকার।
Related News
ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উৎযাপিত
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ত্রিশাল বাসস্ট্যান্ডে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের পক্ষRead More
ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় র্যালি
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ৯ ডিসেম্বর ময়মনসিংহের ত্রিশাল মুক্ত দিবস। দেশমাতৃকাকে রক্ষা করতে মুক্তিকামী দামাল ছেলেরাRead More

