ত্রিশাল প্রত্যন্ত অঞ্চলে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন স্বতন্ত্র এমপি প্রার্থী সাবেক মেয়র এবিএম আনিছুজ্জামান
ইপেপার / প্রিন্ট
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ত্রিশালের গ্রাম থেকে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের কাছে নিজের সমর্থন ও ভোট বাড়াতে কাজ করছেন ত্রিশাল পৌর সভার সাবেক মেয়র ও ময়মনসিংহ-৭ সংসদীয় আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী এবিএম আনিছুজ্জামান। তাঁর সাথে হাজারো কর্মী সমর্থকরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি এবার ট্রাক প্রতিকে নির্বাচন করছেন।।
তাঁর পিতা মরহুম আবুল হোসেন চেয়ারম্যান ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ত্রিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। মরহুম আবুল হোসেন চেয়ারম্যান একই সাথে জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার প্রতিবাদ করায় ২৭ মাস জেলে ছিলেন।
এবিএম আনিছুজ্জামান নজরুল একাডেমী থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। এরশাদ বিরোধী আন্দোলনে ছিলেন সোচ্চার ভূমিকায়। তিনি ছিলেন ত্রিশাল উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক। এরপর ১৯৯১ সালে যুবলীগের রাজনীতির সাথে জড়িয়ে পরে ১৯৯৩ সালে প্রথম ত্রিশাল উপজেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হন। এর পর তিনি টানা দুই মেয়াদে ২২ বছর সফলতার সাথেই ত্রিশাল উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনিই প্রথম ঢাকা বিভাগের যুবলীগ নেতা যিনি কিনা মেয়রের দায়িত্ব পালন করেছেন। মেয়রের দায়িত্ব পালন কালে তিনি ত্রিশাল পৌরসভার অভূতপূর্ব উন্নয়ন সাধন করেন। যার কারণে বর্তমানে তার পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা যায়।
নির্বাচনী প্রচারণায় এক সভায় এবিএম আনিছুজ্জামান বলেন,আমাদের ময়মনসিংহের ১১ টি আসনের প্রার্থীদের সাথে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল ও নির্বাচন কমিশনের সচিবের সাথে মতবিনিময় হয়েছে। সেখানে পরিস্কার ভাষায় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন এবারের নির্বাচন অন্য রকম হবে। মানুষ যাকে ভোট দিবে সেই সংসদ সদস্য হিসেবে সংসদে যাবেন। এখানে ভোটে কারচুপির কোনো সুযোগ নেই। সকল প্রার্থী নির্বাচনে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে স্বাধীন ও সমান অধিকার পাবে। সেসময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আপনারা আমাকে জানেন এবং চিনেন। আমার অনেক ক্ষমতা থাকার পরও ক্ষমতার অপব্যবহার করিনি। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা বিজয়ী করলে ত্রিশাল হবে স্মার্ট একটি উপজেলা।
Related News
ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উৎযাপিত
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ত্রিশাল বাসস্ট্যান্ডে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের পক্ষRead More
ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় র্যালি
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ৯ ডিসেম্বর ময়মনসিংহের ত্রিশাল মুক্ত দিবস। দেশমাতৃকাকে রক্ষা করতে মুক্তিকামী দামাল ছেলেরাRead More

