শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করলেন অ্যাডভোকেট জালাল উদ্দিন খান
ইপেপার / প্রিন্ট
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালের গুজিয়াম আমিরাবাড়ীতে “এসো যুবক মাঠে লড়ি,মাদক মুক্ত সমাজ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে খেলাটির শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ বার কাউন্সিলের রিলিফ কমিটির চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা জ্যৈষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জালাল উদ্দিন খান।
শুক্রবার (২২ ডিসেম্বর) বেলা ৩ টায় গুজিয়াম আমিরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ফাইনাল ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। খেলাটির আয়োজন করেন আমিরাবাড়ী ক্রীড়া সংঘ।
গুজিয়াম আমিরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালামের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন ত্রিশাল শাখার আহ্বায়ক, আমিরাবাড়ী ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হাসান জীবনের সঞ্চালনায় অন্যান্যদের ত্রিশাল উপজেলা ও ১২ নং আমিরাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
খেলাটি দেখতে দূরদূরান্ত থেকে ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত হন।
খেলাটি উদ্বোধন করতে গিয়ে বাংলাদেশ বার কাউন্সিলের রিলিফ কমিটির চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা জ্যৈষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জালাল উদ্দিন খান খেলার দর্শক,খেলোয়াড় ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন,গ্রামীণ পর্যায়ে আগে অনেক খেলা-ধুলা হতো কিন্তু কালের পরিবর্তনে এখন তা অনেকটা কমে গেছে। খেলার আয়োজক ক্রীড়া সংগঠক নাজমুল হাসান জীবন খেলাটিকে এই পর্যায়ে জাঁকজমক পূর্ণ করে তোলায় তাকে ধন্যবাদ। তিনি এমন টুর্ণামেন্ট আরো আয়োজন করতে সকলকে উৎসাহিত করে খেলায় হার জিত আছে এবং হার জিত কে মেনে নিয়ে সুন্দর খেলা উপহার দিতে দুই দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এর আগে অ্যাডভোকেট জালাল উদ্দিন খাঁন শান্তির প্রতিক পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন ঘোষণা করেন।
খেলায় সুফল স্মৃতি সংসদ -১:০ গোলে মুমিন ফুটবল একাদশ কে হারিয়ে বিজয় অর্জন করে।
Related News
ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় র্যালি
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ৯ ডিসেম্বর ময়মনসিংহের ত্রিশাল মুক্ত দিবস। দেশমাতৃকাকে রক্ষা করতে মুক্তিকামী দামাল ছেলেরাRead More
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এনপিএসের সিনিয়র যুগ্ন মহাসচিব নির্বাচিত হয়েছেন সাংবাদিক ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি
ভৈরব, কিশোরগঞ্জ প্রতিনিধি:: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেসসোসাইটি এনপিএস গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা- এর কেন্দ্রীয়Read More

