অটোরিক্সাসহ উধাও ড্রাইভার: থানায় অভিযোগ
ইপেপার / প্রিন্ট
স্টাফ রিপোর্টার:: গাজীপুরের শ্রীপুরের চন্নাপাড়া এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিক্সা সহ মো. রুবেল মিয়া নামে রিক্সাটির ড্রাইভার উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অটোরিক্সাটির মালিক এনামুল হক বাদী হয়ে গত ২১ মার্চ শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়,ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার কদম রসুলপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে মো. রুবেল মিয়া শ্রীপুরে বাসা ভাড়া নিয়ে তার মালিকানাধীন ব্যাটারিচালিত অটোরিক্সাটি চালাতেন। অটোরিক্সাটি চন্নাপাড়া আউটপেস ফ্যাক্টরি সংলগ্ন ফয়সাল নামে এক ব্যক্তির গ্যারেজে থাকতো। যেখানে থেকে প্রতিদিন নিয়ে যেত এবং রাত ৮ টায় রেখে দিতো ড্রাইভার রুবেল। কিন্তু গত ১৯ মার্চ বিকাল ৩ টায় অটোরিক্সাটি নিয়ে বের হলেও তখন থেকেই রিক্সাসহ নিখোঁজ হন চালক রুবেল।
অভিযোগে আরো বলা হয়, নিখোঁজের পর সকল জায়গায় খোঁজাখুঁজি করলেও সন্ধান মেলেনি রিক্সাসহ ড্রাইভার রুবেলের।
অভিযোগে ড্রাইভার রুবেলের বর্ণনা দেয়া হয়: বয়স-২৮,উচ্চতা-৫ ফুট ২ ইঞ্চি,গায়েরং -শ্যামলা,লম্বাটে,হ্যাংলা পাতলা।
Related News
গাজীপুর সদরে দুুই শতাধিক আদিবাসী ক্ষুদ্র নৃ গোষ্ঠি যোগ দিলেন বিএনপিতে
হারুন-অর-রশিদ-গাজীপুর:: গাজীপুরে সদর উপজেলায় বিএনপিতে যোগ দিয়েছেন কোচ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই শতাধিক নারী ও পুরুষ।Read More
ত্রিশালে সড়কের বেহাল দশার কারণে দূর্ভোগে মসজিদ ও মাদ্রাসা শিক্ষার্থীরা
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালের টানবড়গাঁওয়ে অবস্থিত দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসা শিক্ষার্থীরা সড়কের বেহালRead More

