মধুপুরে দিনব্যাপি প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত
ইপেপার / প্রিন্ট
নাজিবুল বাশার,মধুপুর::
টাঙ্গাইলের মধুপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি শনিবার সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে এ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এল. ডি. ডি. পি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। উদ্ভোধনী অনুষ্ঠানে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সহকারী কমিশনার ভূমি জাকির হোসাইন, ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার পাল। সঞ্চালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম। প্রদর্শনীতে ৪০ এর অধিক স্টল বসেছে। প্রদর্শনীতে মধুপুরের বিভিন্ন খামারি ও কৃষকরা তাদের পালিত প্রাণি নিয়ে আসে ও স্টলগুলো বিভিন্ন কোম্পানির তাদের সেবা সামগ্রী নিয়ে অংশ গ্রহন করেছে।
Related News
বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বদ্ধপরিকর: আক্তার মাস্টার
নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বদ্ধপরিকর—বলে মন্তব্য করেছেন গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ)Read More
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের ভালুকা উপজেলার আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব মকবুল
নিজস্ব প্রতিবেদক-ময়মনসিংহ :: বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের ভালুকা উপজেলার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। ৪১Read More

