মেয়র টিটুর নির্দেশনায় আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা
ইপেপার / প্রিন্ট
হাফিজুর রহমান:
আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর সার্বিক দিক নির্দেশনায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে আনন্দমোহন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
সামাজিক দূরত্ব নিশ্চিত করে গতকাল মঙ্গলবার (২৩ জুন) সকালে আনন্দমোহন কলেজে ছাত্রলীগের আহ্বায়ক মাহমদুল হাসান সবুজের নেতৃত্বে ছাত্রলীগের নেতৃবৃন্দ কলেজ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করেন।
করোনার কারণে সীমিত পরিসরেই এবার পালন হলো আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে ছাত্রলীগ নেতৃবৃন্দের উপদেশমূলক বক্তব্য দেন আনন্দমোহন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক নূরুল আফসার।
পরে সংক্ষিপ্ত বক্তব্যে আনন্দমোহন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মাহমদুল হাসান সবুজ বলেন,
ইতিহাসের বটগাছ !
অভিনন্দন ৭১ বছরের আওয়ামীলীগকে।
৬দফা বাংলাদেশ থেকে ১দফা বাংলাদেশ।
বাঙ্গালী জাতির সকল সুখ দুঃখের সাথী সর্বশ্রেণীর মানুষের কণ্ঠস্বর বাংলাদেশ আওয়ামীলীগ।
টিকাটুলীর কেএম দাস লেন রোডের রোজ গার্ডেন থেকে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার ধারক ও বাহক বাংলাদেশ আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা জনাব মো. ইকরামুল হক টিটু মহোদয়ের দিকনির্দেশনায় আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন আনন্দ মোহন কলেজের সাবেক জিএস মফিজুন নূর খোকা আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম- আহ্বায়ক ইয়াছিন আরাফাত খোকন,যুগ্ম- আহ্বায়ক মো. শেখ সজল, ছাত্রনেতা উমর ইসলাম ও কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
Related News
ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উৎযাপিত
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ত্রিশাল বাসস্ট্যান্ডে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের পক্ষRead More
ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় র্যালি
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ৯ ডিসেম্বর ময়মনসিংহের ত্রিশাল মুক্ত দিবস। দেশমাতৃকাকে রক্ষা করতে মুক্তিকামী দামাল ছেলেরাRead More

