দূর্গা পূজাকে সামনে রেখে বাসন থানা পুলিশের মতবিনিময় সভা
ইপেপার / প্রিন্ট
রীনা আক্তার,গাজীপুর:: আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুনিশ্চিত করতে বাসন থানা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(২১ সেপ্টেম্বর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাগর সৈকত কনভেনশন হলে এ সভার আয়োজন করেন বাসন মেট্টো থানা পুলিশ। আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় ও আলোচনা সভায় বাসন থানার ওসি মো. শাহীন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএমপির উপ পুলিশ কনিশনার অপরাধ উত্তর বিভাগ রবিউল হাসান । এতে পুলিশ কর্মকর্তারা বলেন, “দুর্গাপূজা কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে কিংবা গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে গাজীপুর মেট্টো পলিটন পুলিশ সতর্ক রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রোধে সাইবার ক্রাইম মনিটরিং সেলের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তারা আরও জানান, পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতামত গ্রহণ করা হয় এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। একইসঙ্গে প্রাক-পূজা, পূজা চলাকালীন এবং পূজা-পরবর্তী সময়েও নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকেও সহযোগিতার আহ্বান জানানো হয়। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ট্রাফিক ও গোয়েন্দা শাখার কর্মকর্তারা, এবং পূজা উদযাপন ফ্রন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Related News
ত্রিশালে বন্ধুর হাতে বন্ধুকে হত্যা করে থানায় চাইনিজ কুড়াল হাতে নিয়ে আত্মসমর্পণ
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: মালয়েশিয়ায় অধ্যায়নরত মুনতাসীর ফাহিম নামের এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে তারই বন্ধুRead More
ত্রিশালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উদ্বোধন
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ এর শুভ উদ্বোধনRead More

