ময়মনসিংহে পূর্ব শত্রুতার জেরে মৎস্য খামারের পাড় কেটে ৫ লক্ষাধিক টাকার মাছের ক্ষতিসাধন

আরিফুল ইসলাম আরিফ,ব্যুরো চীফ-ময়মনসিংহ ::
পূর্ব শত্রুতার জের ধরে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় রসুলপুর ইউনিয়নের কদম রসুলপুর গ্রামের জাহিদুল আলম নামের এক ব্যক্তির মৎস্য খামারের পাড় কেটে ৫ লক্ষাধিক টাকার মাছের ক্ষতিসাধন করার অভিযোগ উঠেছে।একই সাথে তাকে মারধোরের অভিযোগও করা হয়েছে। গফরগাঁও থানায় এ বিষয়ে দায়ের করা হয়েছে একটি অভিযোগও। অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার কদম রসুলপুর গ্রামের মৃত নুছর উদ্দিন ফকিরের ছেলে নাজিমুল ফকির ও নাজিমুল ফকিরের ছেলে সাকিলের সাথে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব চলে আসছিলো স্থানীয় মৎস্য খামারের মালিক জাহিদুল আলমের। গত সোমবার (১৬ মে) বেলা ১২ টার দিকে মৎস্য খামারের পাড় কেটে দেয় নাজিমুল ও সাকিল। এতে করে মৎস্য খামারে থাকা ৫ লক্ষাধিক টাকার মাছ চলে যায় কাটা পাড়ের অংশ দিয়ে। একই দিন বেলা আড়াইটার দিকে এসব বিষয়ে জানতে গেলে জাহিদুল আলমকে করা হয় মারধোর। দেশীয় অস্ত্র নিয়ে তেড়ে আসলে স্থানীয় জনতা তাকে উদ্ধার করেন।
ক্ষতিগ্রস্ত মৎস্য খামারের মালিক জাহিদুল আলম বলেন, মো. নাজিমুল ফকির বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। আমার বাড়ির পাশে আমার মাছের খামার রয়েছে। পাড় কেটে দেওয়ায় ৫ লক্ষাধিক টাকার মাছ অন্য খাদে চলে যায়। এতে করে আমি বেশ অনেকটা ক্ষতিগ্রস্ত হই। আমি এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
এবিষয়ে অভিযুক্ত নাজিমুল ফকির এই প্রতিবেদক কে বলেন, আমি এমন কাজ করিনি, তবে ফিসারির পারটি হচ্ছে আমার তাই আমার ছেলে কেটে ফেলেছে, আমি পরবর্তীতে এমন কাজ করবো না।
Related News

মোক্ষপুরে জামায়াতের কেন্দ্র কমিটির সদস্যদের সমন্বয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১১নং মোক্ষপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র কমিটির সদস্যদেরRead More

জয়চন্ডী বাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা রাজু
নিজস্ব প্রতিবেদক:: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দূর্গা পূজা মানেই ঢাকের আওয়াজ, প্যান্ডেলের হৈহুল্লোড়,Read More