গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
ইপেপার / প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক:: সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে গাজীপুর মহানগর জিয়া পরিষদের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। সোমবার (পহেলা ডিসেম্বর) বিকেল ৪টায় গাজীপুর মহানগরীর রাজবাড়ী রোডের দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এর আগে সংগঠনের সভাপতি এডভোকেট সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক নেতা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা এডভোকেট ড. শহীদুজ্জামান, আহমেদ আলী রুশদী, মোনায়েম জিলানী, এডভোকেট নাসির উদ্দিন নাসির,অধ্যাপক মনিরুজ্জামান, একাব্বর হোসেন প্রমুখ। দোয়া মাহফিলে জিয়া পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তব্যে বক্তারা বলেন,বেগম খালেদা জিয়া বাংলাদেশের বর্তমান রাজনৈতিক নেতৃত্বে সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব। জাতীয় ঐক্যের জন্য তাঁর উপস্থিতি অত্যন্ত প্রয়োজন। ১৯৮১ সাল থেকে তিনি গণতন্ত্রের নেতৃত্ব দিয়ে আসছেন এবং বহু জুলুম-নির্যাতন সহ্য করেছেন। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনায় আরও বেশি বেশি দোয়া করব। দোয়ার মাধ্যমে হায়াত বৃদ্ধি হয়। আল্লাহ তাঁকে দ্রুত আরোগ্য দান করুন। এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
Related News
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
নিজস্ব প্রতিবেদক:: সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনাRead More
খালেদা জিয়ার সুস্থতা কামনায় গাজীপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন সংগ্রামের প্রতীক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদাRead More

