শনিবার , ২৫শে অক্টোবর, ২০২৫ ইং || ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৭ হিজরী

ত্রিশালে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে-

হানিফ আকন্দ, ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিশাল উপজেলা শাখা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২ টায় ত্রিশালের সাফা-মারওয়া রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের সঙ্গে উপজেলা জামায়াতের উদ্যোগে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে।  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর আব্দুল করিম। ত্রিশাল উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আ.ন.ম আব্দুল্লাহিল বাকী নোমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান শামীমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আগামী সংসদ নির্বাচনে ত্রিশাল আসনের প্রার্থী আসাদুজ্জামান সোহেল, জেলা জামাতের সহসেক্রেটারি মামুনুর রশিদ ফরাজী, উপজেলা জেলা জামায়াতের সহসভাপতি কামরুজ্জামান শাকিল, ত্রিশাল পৌর শাখার সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার আমীর মোঃ আব্দুল করিম। উপজেলা আমীর আ.ন.ম.আব্দুল্লাহীল বাকী নোমান এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মোস্তাফিজুর রহমান শামীমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর নায়েবে আমীর ও ত্রিশাল আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী , মোঃ আসাদুজ্জামান সোহেল, ময়মনসিংহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজী। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান শাকিল, প্রচার সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, পৌর সেক্রেটারি এনামুল প্রমুখ। বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদে বর্ণিত প্রস্তাবসমূহ বাস্তবায়ন এবং নির্দলীয় সরকারের অধীনে আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে সরকারকে এই সনদের ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। মতবিনিময় সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।